Difference between revisions 1218657 and 1218669 on bnwiki

{{multiple issues|COI=আগস্ট ২০১২|advert=আগস্ট ২০১২|confusing=আগস্ট ২০১২|disputed=আগস্ট ২০১২|fiction=আগস্ট ২০১২|notability=আগস্ট ২০১২}}
{{NOT|date=আগস্ট ২০১২}}
হট ফাজ পরিচালক এডগার রাইট পরিচালিত একটি কমেডি থ্রিলার মুভি। এই মুভিতে অভিনয় করেছেন সাইমন পেগ, নিক ফ্রস্ট প্রমুখ।     
'''কাহিনী সংক্ষেপ'''       
নিকোলাস অ্যাঞ্জেল ( Simon Pegg ) লন্ডনের একজন কর্তব্যপরায়ন পুলিশ অফিসার। তাকে একটি crime-free টাউন গ্লুচেস্টারে পাঠিয়ে দেওয়া হয়। প্রথমদিকে দিনকাল তার ভালই যাচ্ছিল। কিন্তু কিছুদিন পর থেকে রহস্যজনকভাবে মরতে থাকে মানুষ। নিকোলাসের কাছে ঘটনাগুলো খুন মনে হলেও অন্যান্য অফিসাররা এগুলোকে স্বাভাবিক দূ্র্ঘটনা বলে পাশ কািটয়ে যায়। যখন এই রহস্যজনক মৃত্যু চলতেই থাকে, তখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে ঘটনাগুলো সব পরিকল্পিত খুন। কিন্তু তার হাতে কোন প্রমান নেই এবং তাকে সহযগিতা করার মত আসে শুধু তার পার্টনার পুলিশ অফিসার ড্যানি বাটারম্যান ( Nick Frost )। নিকোলাস কি পারবে এই রহস্যের সমাধান করতে? নাকি সে নিযেও ' স্বাভাবিক দূ্র্ঘটনার শিকার হবে?