Difference between revisions 1345135 and 1375216 on bnwiki{{Infobox of BD districts | native_name = রাঙামাটি | skyline = Rangamati_bridge.jpg | skyline_size = | skyline_caption = রাঙামাটির ঝুলন্ত সেতু | locator_position = left | latd = 22.66 | longd = 92.19 | division_name = চট্টগ্রাম বিভাগ | population_as_of = ১৯৯১ | population_total = ৫০৭১৮০ | population_density = ৮২.৯৩ | literacy_rate = ৩৬.৫% | area_total = ৬,১১৬.১৩ | maplink = | website = banglapedia.search.com.bd/HT/R_0112.htm | website_caption = বাংলাপিডিয়া নিবন্ধ }} <!--{| class="infobox" style="width: 25em;" |+ style="text-align:left";" | ''' রাঙ্গামাটি জেলা''' |- | প্রশাসনিক বিভাগ | [[চট্টগ্রাম বিভাগ| চট্টগ্রাম]] |- | আয়তন (বর্গ কিমি) | ৬,১১৬ |- |style="width:22%;" | [[জনসংখ্যা]] | মোট: ৫,০৭,১৮০<br>পুরুষ: ৫৩.৫৯% <br>মহিলা: ৪৬.৪১% |- |শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: |style="width:22%;" |বিশ্ববিদ্যালয়: ০ <br>কলেজ : ১৫ <br>মাধ্যমিক বিদ্যালয়: ৫১ <br>মাদ্রাসা : ৬১ |- | শিক্ষার হার | ৩৬.৫ % |- | বিশিষ্ট ব্যক্তিত্ব | দেবাশীষ রায় |- | প্রধান শস্য | ধান, পাট, সরিষা |- | রপ্তানী পণ্য | কাঠ ও অন্যান্য বনজ দ্রব্য |- |}--> '''রাঙ্গামাটি জেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] দক্ষিণ-পূর্বাঞ্চলের [[চট্টগ্রাম বিভাগ|চট্টগ্রাম বিভাগের]] একটি প্রশাসনিক অঞ্চল। [[বেতবুনিয়া]] ভূ-উপগ্রহ কেন্দ্র এখানে অবস্থিত। == ভৌগোলিক সীমানা == রাঙ্গামাটির মোট আয়তন ৬১১৬.৩ বর্গ কি.মি। এ জেলা উত্তরে [[ভারত|ভারতের]] [[ত্রিপুরা]], দক্ষিণে বান্দরবান জেলা পূর্বে ভারতের [[মিজোরাম]] প্রদেশ এবং মায়ানমারের চীন প্রদেশ ও পশ্চিমে খাগড়াছড়ি এবং চট্টগ্রাম জেলা দ্বারা পরিবেষ্ঠিত। == প্রধান নদী == কর্ণফুলি, থেগা, হরিনা, কাসালং, শুভলং, চিঙ্গড়ি, কাপ্তাই। == প্রশাসনিক এলাকাসমূহ == রাঙ্গামাটি পৌরসভা ৯ টি ওয়ার্ড ও ৩৫ টি মহল্লা নিয়ে গঠিত। শহরের মোট আয়তন ৬৪.৭৫ বর্গ কি.মি। ১৯৮৩ সালে রাঙ্গামাটি একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষিত হয়। এ জেলায় ১০ টি উপজেলা, ৫০ টি ইউনিয়ন পরিষদ, ১৬২ টি মৌযা ও ১৩৪৭ টি গ্রাম আছে। রাঙামাটি জেলার ১০টি উপজেলা হলো: * [[কাউখালী উপজেলা (রাঙ্গামাটি)|কাউখালী]], * [[কাপ্তাই উপজেলা|কাপ্তাই]], * [[জুরাছড়ি উপজেলা|জুরাছড়ি]], * [[নানিয়াচর উপজেলা|নানিয়াচর]], * [[বরকল উপজেলা|বরকল]], * [[বাঘাইছড়ি উপজেলা|বাঘাইছড়ি]], * [[বিলাইছড়ি উপজেলা|বিলাইছড়ি]], * [[রাঙ্গামাটি সদর উপজেলা|রাঙ্গামাটি]], * [[রাজস্থলী উপজেলা|রাজস্থলী]] এবং * [[লংগদু উপজেলা|লংগদু]] == ইতিহাস == মুসলিম বিজয়ের পূর্বে রাঙামাটি [[ত্রিপুরা]] ও আরাকানের রাজাদের যুদ্ধক্ষেত্র ছিল। ১৬৬৬ সালে এই অঞ্চল মুঘলদের দখলে আসে। ১৭৬০-৬১ সালে এটি ইংরেজ [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ইস্ট ইন্ডিয়া কোম্পানি]]র কাছে ইজারা দেওয়া হয়। ১৭৩৭ সালে শের মোস্তা খান নামক একজন গোত্র প্রধান মুঘলদের নিকট এখানে আশ্রয় পান। সেই থেকে চাকমারা ও পরবর্তিতে অন্য আদিবাসীরা এই অঞ্চলে বসতি স্থাপন করে। অন্য আদিবাসীদের ভিতর [[বোম]], [[চাক]], [[খুমি]], [[খেয়াং]], [[লুসাই]], [[মো]], [[মুরাং]], [[পাঙ্কু]], [[সান্তাল]], [[মনিপুরি]]রা প্রধান। == শিক্ষা প্রতিষ্ঠান == দুটি সরকারি কলেজ, ১৩ টি বেসরকারি কলেজ, ৬ টি সরকারি উচ্চ বিদ্যালয়, ৪৫ টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, ২৯১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২০ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬১ টি মাদ্রাসা ও ৭ টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। == অর্থনীতি == প্রধান শস্যঃ ধান, পাট, আলু, তুলা, ভুট্টা, সরিষা। প্রধান ফলঃ আম। কাঁঠাল, কলা, আনারস, লিচু, কালজাম। শিল্প কারখানাঃ চন্দ্রঘোনা কাগজের কল, রেয়ন কল, প্লাইউড কারখানা, জল-বিদ্যুৎ প্রকল্প, ঘাগড়া বস্ত্র কারখানা। কুটির শিল্পঃ তাঁত, কামার, কাঠের কাজ, স্বর্ণকার, ঢালাই ইত্যাদি। প্রধান রপ্তানিঃ কাঁঠাল, আনারস, বনজ পন্য, কাঠ। == চিত্তাকর্ষক স্থান == #[[কাপ্তাই হ্রদ]], #রাজা জং বসাক খানের দীঘি ও মসজিদ, #রাজা হরিশ চন্দ্র রায়ের আবাসস্থলের ধবংসাবশেষ, # #[[ঝুলন্ত সেতু]], #[[বুদ্ধদের প্যাগোডা]], #রাজ বনবিহার, #[[শুভলং ঝর্ণা]]। == স্বাস্থ্য কেন্দ্র == ১০ টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ২৮ টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ৪৮ পরিবার পরিকল্পনা কেন্দ্র। == গ্যালারি == <gallery> Image:Sitting Buddha.JPG|বৌদ্ধ মন্দিরে বুদ্ধের ব্রোঞ্জের মুর্তি Image:Jhulanto Bridge Rangamati.jpg|কাপ্তাই লেকের ঝুলন্ত সেতু Image:Kaptai lake.jpg|কাপ্তাই লেক Image:Shuvolong Rangamati.jpg|শুভলং ঝর্ণার ছবি (জানুয়ারি মাস) </gallery> == আনুষঙ্গিক নিবন্ধ == * [[চট্টগ্রাম বিভাগ]] * [[বাংলাদেশের জেলাসমূহ]] == বহিঃসংযোগ == *[http://www.dcrangamati.gov.bd/ রাঙামাটি জেলার সরকারী ওয়েব] জেলা তথ্য বাতয়ন {{বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল}} {{অসম্পূর্ণ}} [[বিষয়শ্রেণী:বাংলাদেশের জেলা]] [[fr:Rangamati (district)]]⏎ [[simple:Rangamati Thana]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikipedia.org/w/index.php?diff=prev&oldid=1375216.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|