Difference between revisions 1552995 and 2422513 on bnwiki

{{db-nonsense}}
{{notability}}
{{coi}}
'''গোয়েন্দা ঝাকানাকা''' একটি বাংলাদেশী বাংলা কমিক চরিত্র। গল্পকার মাহবুব আজাদ ও শিল্পী সুজন চৌধুরী এই কমিক চরিত্রটি সৃষ্টি করেছেন। গোয়েন্দা ঝাকানাকা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ রঙিন রহস্য কমিক সিরিজ। <ref>[দ্য ডেইলি সান, ফেব্রুয়ারি ১৮, ২০১১, http://www.daily-sun.com/?view=details&type=daily_sun_news&pub_no=131&cat_id=5&menu_id=34&news_type_id=1&index=8&archiev=yes&arch_date=18-02-2011]</ref>

== চরিত্রসমূহ ==
গোয়েন্দা ঝাকানাকা কমিকে প্রধাণ তিনটি চরিত্র আছে। গোয়েন্দা ঝাকানাকা নিজে, তার সহকারী কিংকর্তব্যবিমূঢ় চৌধারি এবং চিরশত্রু বদরু খাঁ। কমিকের স্রষ্টাদের মতে এই কমিকের অন্যান্য বিভিন্ন চরিত্র জীবনের কোন চরিত্র থেকে নেয়া, আমাদের চারপাশে প্রতিনিয়ত যাদেরকে দেখি, তাদের দ্বারা অনুপ্রেরিত হয়েই এই চরিত্রগুলোর সৃষ্টি।

=== গোয়েন্দা ঝাকানাকা ===

কমিকের গল্প অনুযায়ী, গোয়েন্দা ঝাকানাকা উপমহাদেশের সবচেয়ে খ্যাতিমান গোয়েন্দা। ভালোবাসেন রহস্যের জট ছাড়াতে আর সন্দেহভাজনদের ধরে পিটুনি দিতে। তার সাথে ষোলোঘরার এক বিশেষ রিভলভার থাকে। ঝাকানাকা ভাবনার সময়ে চুরুট খেয়ে বিশেষভাবে বদরু খাঁর প্রতিচ্ছবির ন্যায় ধোঁয়া ছাড়তে পছন্দ করে।

=== কিংকর্তব্যবিমূঢ় চৌধারি ===

গোয়েন্দা ঝাকানাকার সহচর পুলিশের গোয়েন্দা বিভাগের দারোগা কিংকর্তব্যবিমূঢ় চৌধারি, যাকে সংক্ষেপে কিংকু চৌধারি ডাকা হয়। তিনি কিছুটা স্থূলবুদ্ধির, কিন্তু লোকজনকে ধরে পিটুনি দেয়ার কাজে সিদ্ধহস্ত।

=== বদরু খাঁ ===

গোয়েন্দা ঝাকানাকার নেমেসিস বদরু খাঁ ছদ্মবেশ ধারণে অতি পটু এক দুষ্কৃতী। সারা পৃথিবী জুড়েই সে নানা কুকর্মে লিপ্ত।
বদরু খাঁ এক জটিল চরিত্র। সে ফুল, পাখি, গান যেমন ভালোবাসে, তেমনি পছন্দ করে অপরাধ করতে। তার প্রধাণ বৈশিষ্ট্য চমৎকার সব ছদ্মবেশধারণ, গরু থেকে ল্যাম্প-পোস্ট সব কিছুই সে নিখুঁতভাবে হয়ে যায় ঝাকানাকার চোখে ধূলো দিতে। কিন্তু এর পরেও দেখা যায় শেষতক ধরা পড়তেই হয় গোয়েন্দা ঝাকানাকার দূরদর্শিতার কাছে। বদরু খাঁ এই কমিকে প্রধাণ চরিত্র গোয়েন্দা ঝাকানাকার সমান গুরুত্বপূর্ন এবং বদরু খাঁ বিহীন ঝাকানাকার কাহিনি আপাতদৃষ্টিতে কল্পনাতীত।

== বই ==

গোয়েন্দা ঝাকানাকা সিরিজের বইগুলো হচ্ছেঃ

১) গোয়েন্দা ঝাকানাকা ও জাদুঘরে চুরি রহস্য [প্রকাশকাল ফেব্রুয়ারি, ২০১১]

২) গোয়েন্দা ঝাকানাকা ও সাবমেরিন রহস্য (নির্মাণাধীন)
'' বই থেকে]]

== তথ্যসূত্র ==

{{reflist}}