Difference between revisions 1556089 and 1556092 on bnwiki

{{Infobox film
| name           = ভূতের ভবিষ্যৎ
| image          = 
| image_size     = 
| border         = 
| alt            = 
| caption        = 
| director       = [[অনীক দত্ত]]
| producer       = [[জয় গাঙ্গুলী]]
| writer         = 
| screenplay     =  [[অনীক দত্ত]]
| story          =  [[অনীক দত্ত]]
| based on       = 
| narrator       = 
| starring       = [[পরমব্রত চটোপাধ্যায় ]]
| music          = [[রাজা নারায়ণ েদব]]
| cinematography = 
| editing        = 
| studio         = 
| distributor    = 
| released       = ১৬ই মার্চ ২০১২
| runtime        = ১২০ মিনিট
| country        = [[ভারত]]
| language       = [[বাংলা ভাষা|বাংলা]]
| budget         = 
| gross          = 
}}
ভূতের ভবিষ্যৎ বিখ্যাত পরিচালক অনীক দত্ত প্রথম বাংলা চলচ্চিত্রটি। ২০১২ সালের একটি  হিট ছবি

== কাহিনী ==

অ্যাড ফিল্ম নির্মাতা অয়ন (পরমব্রত) তার অ্যাসিসটেন্ট রিঙ্কা ও প্রডাকশন ম্যানেজারকে নিয়ে এসেছে একটা পুরোনো বনেদী বাড়িতে শুটিং-এর লোকেশন দেখতে। ট্রেন এর ধর্মঘটের জন্য ক্যামেরাম্যানের আসতে দেরি হবে এই কারনে অয়ন বাদে সবাই অন্য কাজে চলে যায় । অপেক্ষারত অয়নের সঙ্গে আলাপ করতে হাজির হন এক ভদ্রলোক (সব্যসাচী)। সে ফিল্মের লোক তাই শুনে একরকম যেচেই বলেন একটা অদ্ভুতুড়ে গল্পের প্লট।

দর্পনারায়ণ চৌধুরি নামের এক জমিদার (পরাণ) ডাকাতের পাল্লায় বেঘোরে প্রাণ হারিয়ে আবার তাঁর সাধের এই প্রাসাদেই ফিরে আসে। সাথে জোটে বিপ্লবীদের বোমার ঘায়ে নিহত রামসে সাহেবের ভূতও। ৪০-এর দশকের অভিনেত্রী কদলীবালা (স্বস্তিকা) যাঁকে বিয়ের প্রলোভনে এই পরিবারের একজন কুলাঙ্গার এই বাড়িতে এনে রাখে । তিন বছর বিয়ের কলা ঝুলিয়ে শেষমেশ বিয়ে করে বাপের পছন্দের পাত্রীকে। অপমানে আত্মহত্যা করে কদলী, তাঁরও স্থান হয় চৌধুরি প্যালেসে।৭০-এর দশকের এক বিপ্লবীর ভূত" বিপ্লব দা" যিনি এই বাড়িরই ছেলে এসে বসবাস শুরু করেন, কিন্তু পূর্ব পুরুষ দর্পনারায়ণ চৌধুরির সাথে মতের মিল না হওয়ায় দেশে দেশে বিপ্লব করে বেড়ান।

এদিকে শহরে একের পর এক পুরোনো বাড়ি ভেঙে তৈরি হয়ে চলেছে শপিং কমপ্লেক্স। ভূত বেচারাদের এমনঅবস্থা যে মাথা গোঁজারও ঠাঁই নেই।সবাই এসে হুমড়ি খায় চৌধুরি প্যালেসে।সবাইকে তো আর জায়গা দেওয়া যায় না, সমাধান কি???? বসানো হয় একটা ইন্টারভিউ বোর্ড। সেখানে ৪০-এর দশকের এক বাঙ্গাল অম্লশূল বিক্রেতা, নবাব সিরাজদ্দৌলার খানসাম, বিহারি রিক্সাচালক, কার্গিলের শহীদ মিলিটারি অফিসার ,ডাক্তার ইঞ্জিনিয়ার দম্পতির উচ্চাশার চাপে হতাশ ব্যান্ডের গায়ক, শিল্পপতির কন্যা নির্বাচিত হয় ।

সবাই মিলেমিশে ,ছোটখাট ঝগড়াঝাটি,ভালবাসে, গান গেয়ে, খেয়ে দেয়ে, পিকনিকে গিয়ে বেশ নিরুপদ্রব বসবাস করতে থাকে। কিন্তু বাধ সাধে প্রমোটার গণেশ ভুতোড়িয়া (মীর)। সে এই বাড়ি ভেঙ্গে শপিং মল গড়তে চায়। এইবার শুরু হয় সাসপেন্স । হাজির হয় ভূতপূর্ব "ফুটো কার্তিক" বর্তমান হাতকাটা কার্তিকের ভূত (শ্বাশ্বত)।