Difference between revisions 1557211 and 1557212 on bnwiki

{{উল্লেখযোগ্যতা}}
{{unref}}

বিঃদ্রঃ উইকিপিডিয়া নিজস্ব কিছু নিয়ম মেন লেখা সংরক্ষণ করে থাকে। এটি কোন প্রকার বই- বা সামগ্রীর বিজ্ঞাপন দেয়ার স্থান নয়। এ নিয়মের ব্যাতিক্রম ঘটলে যথার্থতা বিবেচনা করে যথা সময়ে সমূদয় প্রবন্ধ- বা লেখাটিই মুছে ফেলা হতে পারে।

[[বাংলাদেশ|বাংলাদেশে]] অনেক সূফী-সাধক যুগ যুগ ধরে ইসলাম প্রচারের কাজ করেছেন। তাঁদের একটি তালিকা এখানে উল্লেখ করা হয়েছে, যা বর্ণমালা অনুযায়ী সাজানো হয়েছে (শাহ্‌ এবং সৈয়দ যাদের নামের প্রথম শব্দ তাদের ক্ষেত্রে দ্বিতীয় শব্দকে প্রথম শব্দ হিসেবে ধরা হয়েছে)।

{{নির্দেশিকা}}

== অ ==

== আ ==
* ইমামে রাব্বানী, সুলতানূল নেসবত, ইমামুল আউলিয়া, কুতুবুল এরশাদ, মোজাদ্দেদে জামান , স্যায়েদেনা হযরত মাওলানা শাহ সুফি ডঃ গোলাম মোরশেদ আব্দুল হালিম নক্সবন্দী মোজাদ্দেদী (মাঃ জিঃ আঃ), দরবারে মোজাদ্দেদীয়া, প্যারাডাইস পাড়া, টাংগাইল।



* সৈয়দ আনছারুল হক মুর্শিবাদী হলদীবাড়ী রহ. একরামিয়া-আনছারিয়া দরবার শরীফ, উত্তম, রংপুর।

* তাপসকুল শিরমনি , সুলতানুল আউলিয়া, জামানার মোজাদ্দেদ , হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহঃ),চন্দ্রপাড়া পাক দরবার শরীফ, সদরপুর, ফরিদপুর ।

* দেওয়ান আতিক শাহ ফকির-হাটিপাড়া, মানিকগঞ্জ- ইনি হযরত দেওয়ান রশিদ-এর ঘড়ানার ফকির, দেওয়ান আতিক শাহ ফকির লেখা তাসাউফ পূন বই ইসলামের মৃতুঞ্জয়
(contracted; show full)* ইবরাহীম আদমশাহ্‌ বল্‌খী
* শাহ্‌ ইসমাঈল গাজী
* শাহ্‌ ইউসুফ
* শাহ্‌ মহম্মদ ইউসুফ সাহেব
* সৈয়দ ইউসুফ
* সৈয়দ ইবরাহীম দানিশ্‌মন্দ্‌
* সৈয়দ ইসমাইল
* হযরত মাওলানা শাহ মোহাম্মদ আবেদ মিয়া নক্সবন্দী মোজাদ্দেদী (র
ঃ) মনোহরপুর, কাচুয়া, চাঁদপুর।

== উ ==
* শাহ্‌ উমর
* সৈয়দ উমর সমরকন্দী রহমতুল্লাহি আলাইহি। 
তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার সফরসঙ্গী হিসেবে এদেশে তাশরীফ আনেন। উনার মাজার শরীফ সিলেট শহরের ধোপাদিঘীর পাড়, ওসমানী জাদুঘরের সামনে অবস্থিত। উনার আওলাদগণ সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন গহরপুর পরগণার তাহিরপুর গ্রামে অবস্থান করে আসছেন। উনার আওলাদ সৈয়দ তাহির আলম খন্দকার রহমতুল্লাহি আলাইহি উনার নামে উক্ত গ্রামের নামকরণ হয়েছে। সেখানে উনার আওলাদগণের ৫টি মাজার শরীফ রয়েছে। <ref>গ্রন্থসূত্রঃ শ্রীহট্টে ইসল(contracted; show full)* সৈয়দ হোসেন হায়দার
* সৈয়দ হয়দার

== তথ্যসূত্র ==
<references/>

[[বিষয়শ্রেণী:বাংলাদেশীদের তালিকা]]
[[বিষয়শ্রেণী:সূফী]]