Difference between revisions 1559110 and 1559211 on bnwiki{{multiple issues| {{allplot|date=জানুয়ারি ২০১৪}} {{fiction|date=জানুয়ারি ২০১৪}} {{ref improve|date=জানুয়ারি ২০১৪}} }} বাংলাদেশের প্রথম লেগোমোশন মুভি হচ্ছে ‘তুমি আমার জীবন’, যা স্টপ-মোশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। ১৯৫৯ সাল থেকে ডেনমার্কের “দি লেগো গ্রুপ” তৈরী করে আসছে “ইন্টারলকিং” এই খেলনা, যাতে করে বিভিন্ন ছোট অংশ জোড়া দিয়ে তৈরী করা যায় যে কোনও আকৃতি। এই সিনেমায় তৈরী করা হয়েছে, স্টপমোশনের মাধ্যমে, হাতে ধরে লেগোর স্থানান্তর করে স্থির ক্যামেরায় ছবি তুলে, সেকেন্ডে ১৫ টা ফ্রেম পাশাপাশি সাজিয়ে। “মুভি” বলার কারণ, সাধারণত একটা সিনেমায় যা যা থাকে, তা দিয়েই তৈরি এই অণু আকারের ছায়াছবি তে। কনসেপ্ট এবং পরিচালনায়- জুনায়েদ সাব্বির আহমেদ , এডিটিং-ফাহাদ হাসান পথিক , এনিমেশন ও টেকনিক্যাল সাপোর্ট-ফেরদৌস আলম , সহকারী পরিচালক এবং চিত্রগ্রহণ- শাহেদ খান ,সাউন্ড ডিজাইন ও স্কোর-- ফারসিম হোসেইন । ===কাহিনী === গল্পটা তৈরি করা হয়েছে গত বিশ/পঁচিশ বছর ধরে বাংলা সিনেমার মূলধারার ছবি কে কটাক্ষ করে। গল্পটা বাণিজ্যিক ধারার সব ছবির মতই-“নায়ক জীবন, ডাক্তারি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট(!), সৎ দরিদ্র স্কুল মাস্টার বাবার অনেক স্বপ্ন ছেলেকে নিয়ে। এর মাঝে একদিন শহর থেকে এলো গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী সাহেবের মেয়ে সোনিয়া, গল্পের নায়িকা। পথের মধ্যে বড়লোকের আভিজাত্য আর গরিবের আদর্শ বিষয়ক ঝামেলা বেধে গেলো জীবনের সাথে। মুল ভিলেনের বখাটে ছেলে সোনিয়ার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে নায়ক জীবন এসে বাধা দেয়, উদ্ধার করে নায়িকাকে। চৌধুরী সাহেব জীবনকে পরিবারে গ্রহণ করে নেয়ার আগেই আগমন ঘটলো কবিলার বাবা, নিষ্ঠুর মানুষ পাশা’র, যে চৌধুরী সাহেবের জমি হাত করার তালে ছিল। পাশার গুলিতে প্রাণ যায় সোনিয়ার বাবার। অতঃপর প্রাণপণ লড়ে জীবন হবু-শশুরের মৃত্যুর প্রতিশোধ নেয়। সিনেমার শেষ দৃশ্যে বেশ মারপিটের পর মিলন ঘটে দুজনার” এই সিনেমাটা তৈরি করতে তোলা হয়েছে সাড়ে ছয় লক্ষ স্থিরচিত্র। যার মধ্যে এডিটিং এর পর ব্যবহৃত হয়েছে প্রায় সাড়ে ছয় হাজার স্থির চিত্র । আট বিট ফরম্যাটে করা হয়েছে, ছবির সুর যা প্রায় বিশ বছর আগের ভিডিও গেমসের প্রাথমিক যুগের একটা প্রযুক্তি, যা প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পোজ করতে হয়। প্রায় সাড়ে নয় মাস একটানা অধ্যবসায় নিয়ে তৈরি করা সাড়ে ছয় মিনিটের এই সিনেমা রঙ্গিন টিভি’র প্রথম নিজস্ব প্রযোজনা। ⏎ ⏎ ⏎ ⏎ ===বহিঃ লিংক=== -http://www.zunayed.com/index.php/blog/92-zunayed/photoblog/112-photography-balam বহিঃ লিংক===- http://cinemapeoples.com/kalponik/3896/ All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikipedia.org/w/index.php?diff=prev&oldid=1559211.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|