Difference between revisions 1753031 and 1753053 on bnwiki

{{তথ্যছক ইস্রাইলের শহর
|name=জেরুজালেম
|image=Emblem_of_Jerusalem.svg
|imgsize=80
|caption=[[জেরুজালেমের কোট অফ আর্মস|প্রতীক]]
|image2=Flag of Jerusalem.svg
|imgsize2=145
|caption2=পতাকা
(contracted; show full)

জেরুসালেম বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম। <ref name="aice">{{cite web|url=http://www.jewishvirtuallibrary.org/jsource/Peace/jerutime.html |title=Timeline for the History of Jerusalem |work=Jewish Virtual Library |accessdate=16 April 2007 |publisher=American-Israeli Cooperative Enterprise}}</ref> এখানেই ইহুদি ধর্ম ও ইসলামের পবিত্র স্থান [[আল-আকসা মসজিদ]] (যা টেম্পল মাউন্ট নামেও পরিচিত) অবস্থিত।


মুলত জেরুজালেম হল মুসলিম, খ্রিস্টান ও ইহুদী এই তিন টা ধর্মেরই পবিত্র স্থান। মুসলিমদের পবিত্র স্থান এই জন্য যে, এখানে পবিত্র মাসজিদ মাসজিদুল আল আকসা অবস্থিত,যেটি মুসলিমদের প্রথম কিবলা । আর এই মাসজিদে নামাজ পরলে যে কোন মাসজিদের নামাজের থেকে ৫০০ ওয়াক্ত নামাজের সওয়াব বেশি হয়। এছাড়া আমাদের প্রিয় নবীর মিরাজ গমনের স্থান আর অসংখ্য নবী আর পয়গম্বারদের স্মৃতি বিজড়িত স্থান ।

আবার জেরুজালেম হল খ্রিস্টানদের যীশু অর্থাৎ ইসা (আ) এর জন্মভুমি। এবং ইহুদিদের মুসা (আঃ) ও দাউদ (আঃ) এর স্রিতি বিজড়িত স্থান। তাই জেরুজালেম হল, ৩ ধর্মেরই পবিত্র স্থান।
তবে আজকের ইজরাইল অর্থাৎ জেরুজালেম ছিল একসময় মুসলিমদের অধীনে। আর তখন মুসলিমদের অধীনে থাকা শত্তেও খ্রিস্টান ও ইহুদীদের প্রর্থনা করাতে কোন বারন ছিল না। কিন্তু হঠাত ১০৫০ সালে খ্রিস্টানদের পোপ আরবানের আহবানে ইউরোপের খ্রিষ্টানরা ধর্মের দোহাই দিয়ে জেরুজালেম দখল করার জন্য মরিয়া হয়ে উঠে। সমুদ্র পথে লক্ষ লক্ষ সামরিক বাহিনী নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে মুসলিমদের নির্বিচারে হত্যা করা শুরু করে। শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। আর ইতিহাসে এই যুদ্ধকে ক্রুসেডের যুদ্ধ বা ধর্ম যুদ্ধ বলা হয়।

আধুনিক যুদ্ধের অস্র সজ্জিত ইউরোপীয়ান খ্রিস্টানদের কাছে মুসলিমরা শুরুতে অনেকটা বিপর্যস্ত হলে ও যুদ্ধক্ষেত্রে নতুন উদ্দিপনা নিয়ে এলেন গ্রেট বীর সালাউদ্দিন আইয়ুবি। শুরু হল পাল্টা প্রতিরোধের নতুন অধ্যায় ।

মাত্র ৩৬ বছর বয়সেই, সালাহ্ আদ-দিনকে তৎকালীন বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হত। ইতিহাসে মুসলিমদের চরম দুর্দিনে তার মত অশাধারন সাহসী বীর পুরুষের আবির্ভাব না হলে হয়ত ইসলামের ইতিহাস পরাজয়ের গ্লানিতে পরিপূর্ণ থাকত। বলা হয়ে থাকে যে, তিনি কোন পরিস্হিতিতে কখনো হাসতেন না । তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেছিলেন, "আমি কিভাবে হাসতে পারি, যখন মাসজিদ আল-আকসা ক্রুসেডারদের দখলে?"
ক্রুসেডের যুদ্ধে সালাহ্ আদ-দিনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল রেনাল্ড নামের খ্রিস্টান এক শাসক ।এই চরম অমার্জিত লোকটি প্রায়ই দখলকৃত অঞ্চলগুলোতে মুসলিমদের উপর অত্যাচার চালাত আর রাসুল পাক (সঃ) কে অকথ্য ভাষায় গালি গালাজ করত। এমনকি এক পর্যায়ে সে মক্কা আর মদিনা আক্রমণ করার হুমকি দেয়। সালাহ্ আদ-দিন খোদ ইসলামের সাথে এই বেয়াদবি সহ্য করতে পারেননি ..সবশেষে চূড়ান্ত একটি আক্রমণের মধ্য দিয়ে ক্রুসেডার বাহিনী সম্পূর্ণ রূপে বিধ্বস্ত করেন এবং রেনাল্ডকে বন্দি করা হয়।

অন্যান্য ক্রুসেডার নেতাদের যেখানে ক্ষমা প্রদর্শন করা হয়,কিন্তু সালাদিন রেনাল্ডকে ক্ষমা করেননি। তিনি বলেন, দেখ তুমি যদি আমাকে গালি দিতে আমি মেনে নিতাম, কিন্তু তুমি এমন একজনকে গালি দিয়েছ যেটা ক্ষমার অযোগ্য। সালাহ্ আদ-দিন নিজের হাতে তলোয়ার দিয়ে রেনাল্ড এর মাথা বিচ্ছিন্ন করে ফেললেন। তার গোঁড়ামি আর অমার্জিত আচরণের এটাই ছিল উপযুক্ত শাস্তি।

সবশেষে ক্রুসেডের নেতৃত্বে ছিলেন রিচার্ড দ্য লায়নহার্ট। একবার যুদ্ধাবস্থায় সালাদিন লক্ষ্য করেন যে, রিচার্ডের ঘোড়া নিহত হয়েছে। সালাহ্ আদ-দিন মুসলিম আস্তাবল থেকে তার জন্য একটি ঘোড়া পাঠিয়ে দেন। কারণ তিনি মনে করতেন, কোন সেনাপতিরই ঘোড়া ছাড়া নিজ বাহিনীকে নেতৃত্ব দেয়াটা ভাল দেখায় না। তার উদারতা আর ক্ষমাশীলতার কথা শত্রু শিবির এবং খ্রিষ্টান ইউরোপে রূপকথার মত ছড়িয়ে পড়ে এবং তাদের মনে তিনি শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন। দেয়া হয় তাকে গ্রেট বীর উপাধি ।
তিনি বেক্তিগত জীবনে এতোটাই ধার্মিক ছিলেন যে , যুদ্ধ ক্ষেত্রে চলন্ত ঘোড়ার পিঠে উপবিষ্ট হয়ে নামাজ পড়তেন ।

অবশেষে সালাদিন আইয়ুবের কারনে ১১৮৭ সালের ২রা অক্টোবর, ৮৮ বছর ২ মাস ১৭ দিন পর, হারানো জেরুজালেম শহর পুনরুদ্ধার হয় মুসলিমদের । জেরুজালেম আর মধ্যপ্রাচ্চ থেকে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয় খ্রিস্টান ক্রুসেড বাহিনী....

১ম বিশ্বযুদ্ধের পর ইহুদিরা আবার জেরুজালেমে আশে। কিন্তু সবশেষে ২য় বিশ্বযুদ্ধে হিটলারের পতনের পর,ইজ্রাইলিরা জেরুজালেমে এসে ফিলিস্থানিদের কাছে থাকার আশ্রয় নেয় । আর থাকতে গিয়েই এই ইহুদিরা বর্তমানে ফিলিস্তানিদের ভুমি যোর করে অবৈধ ভাবে দখল করে নিচ্ছে আর নিরাপরাধ মানুষ মারছে।


[[চিত্র:Jerusalem Israel Map.png|thumb|left|250px|জেরুসালেম-এর অবস্থান]]
{{clear}}

== তথ্যসূত্র ==
<references/>

== বহিঃসংযোগ ==
{{Sister project links|voy=Jerusalem}}
(contracted; show full)[[বিষয়শ্রেণী:ইসলামের পবিত্র স্থানসমূহ]]

{{Link FA|ar}}

{{Link FA|he}}
{{Link FA|mk}}

{{Link GA|cs}}