Difference between revisions 2837435 and 2837444 on bnwiki

{{তথ্যছক ব্যক্তি
| name           = শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া
[[File:শাহ মোহাম্মদ ইস্কন্দর মিয়া.jpg|thumb]]
| birth_date     = {{Birth date|1936|1|15|df=yes}} [[জগন্নাথপুর উপজেলা]]
| birth_place    = [[সুনামগঞ্জ জেলা]], [[সিলেট বিভাগ]], [[বাংলাদেশ]]
| death_place    = ১৪ আগষ্ট ২০১৭ [[সিলেট]], [[বাংলাদেশ]]
| occupation     = ''মরমী [[সাধক]]'' [[গীতিকার]] ''প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক
(contracted; show full)েদ চৌধুরী'''; আধ্যাত্মিক ক্ষেত্রে পীর ইসকন্দর মিয়ার অবাধ বিচরণ রয়েছে । সূফিবাদের মরমী তত্ত্বে তাঁর চেতনা শাণিত । '''ইসকন্দর গীতি''' বাংলার বাউল কবিদের কথাই স্মরণ করিয়ে দেয় । আউল বাউলের দেশ আমাদের বাংলাদেশ । সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা এর ব্যতিক্রম নয় । জগন্নাথপুরের তেরাউতিয়া মোকামবাড়িতে জন্ম নেয়া শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া একজন স্বভাব কবি । সিলেটের মরমী সাহিত্যে 'ইসকন্দর গীতি' স্মরণিয় হয়ে থাবকে । <ref name="স্মারক" />



'''সিলেট সিটি'র সাবেক মেয়র [[বদর উদ্দীন আহমদ কামরান]]''' <br />
প্রবাসী বাউল কবি পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া শুধুমাত্র একজন কবিই নন; তিনি একজন একজন মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকও । তিনি ও তাঁর সহযুদ্ধারা প্রবাসে বাংলাদেশের স্বপক্ষে কাজ করেছেন । তাদের অবদানগুলো জাতি অনাগতকাল ধরে স্মরণ রাখবে  <ref name="স্মারক" />


'''মোহাম্মদ হান্নান মিয়া''', লিখক ও সাংবাদিক ইউকে, ভার প্রাপ্ত সভাপতি ওল্ডহ্যাম আওয়ামিলীগ ইউকে।<br /> 
মরমী কবি পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া ছিলেন ভাবুক সচেতন। তাঁর রচনায় রয়েছে ভাব, বিরহ ও আল্লাহর সাথে মিলনের আশা । 
সত্য হল, বাস্তবিক পক্ষে '''ইসকন্দর গীতি''' গানগুলো আধ্যাত্মিকতায় সমুজ্জল মননশীল ও অনুভূতিশীল । প্রায় তের খণ্ড বই আমি পড়েছি, আমার অনুভূতি এই গানে আত্মার খুড়াক আছে । ভাবুক হৃদয় মাত্রই এগুলো হৃদয়াঙ্গম করতে সক্ষম। পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়ার সঙ্গীত প্রেম বিরহ ছাড়া সৃষ্টি তত্ব, ভাব তত্ব, ধর্ম দর্শন, মানব কল্যাণ সহ বিভিন্ন ভাব ধারার রচিত । আখেরাত ও মানব জীবনের ভেদ রহস্য উদঘাটন হচ্ছে তাঁর গানের মূল বিষয়বস্ত। তাঁর গান বা ছন্দের ভাব ও বিষয়গুলো এমন যে; নিমিষে ভাবুক হৃদয়ের দাগ কাটবে । <ref name="স্মারক" />


'''মোহাম্মদ আবু খালেদ''', অধ্যক্ষ ষড়পল্লী উচ্চবিদ্যালয় ও কলেজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বাংলাদেশ ।<br />
কৃতিত্বের ধারাবাহিকতায় মরমী কবি পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়ার জীবন কৃতিগুলো অস্বীকার করার উপায় আমাদের নেই । আমাদের মরমী সাহিত্যে তাঁর অবদান সত্যই প্রসংসার দাবি রাখে । আমার জানামতে সিলেট বিভাগের গীতি কবিদের মধ্যে রচনার সংখ্যানুপাতে তিনিই শীর্ষ । সিলেটের প্রখ্যাত গবেষক মরহুম সৈয়দ মোস্তফা কামাল রচিত গ্রন্থে এর উল্লেখ রয়েছে । কবি তাঁর আত্মাকে সিচে সিচে যে রচনা আমাদের দিয়েছেন, তা দেখে তাঁর প্রতিভার অনুমান হয় । তিনি সত্যিকারে একজন প্রতিভাভাবন ব্যক্তিত্ব ।  <ref name="স্মারক" /><br />


'''মোহাম্মদ নওয়াব আলী''' গীতিকার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন, সম্পাদক মাসিক বাসিয়া ও বাসিয়া ২৪ ডট কম।<br />
বাউল কবি পীর মোহাম্মদ শাহ ইসকন্দর মিয়া গান লিখতেন প্রাণের টানে। শৈশব থেকেই গান লিখে আসছেন। প্রায় দুই সহস্রাধিক গানের জনক তিনি। তাঁর গান নিয়ে ইতিপূর্বে তেরো খণ্ডে ইসকন্দরগীতি প্রকাশিত হয়েছে। চতুর্দশ খণ্ডটি অপ্রকাশিত ছিল। পীর মোহাম্মদ শাহ ইসকন্দর মিয়ার কঠোর সাধনা ও নিরন্তর ভাবের রাজ্যে ডুবে থাকার ফসল এই গানগুলো আমাদের জন্য অমূল্য সম্পদ। আমাদের লোকসঙ্গীতের ভাণ্ডার তাঁর গানে আরও সমৃদ্ধ হবে।
পীর মোহাম্মদ শাহ ইসকন্দর মিয়া নিজের গানের মাধ্যমেই বেঁচে থাকবেন চিরকাল চিরদিন। তার ভাষায়-<br />
প্রাণের কথা গানে লিখে দরবারে আরজ জানাই<br />
মৌলা ছাড়া ইসকন্দরের ফরিয়াদের জায়গা নাই । <ref name="স্মারক" /> <ref name="বাসিয়া" />

==গুণিজনদের অভিমত==
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত, অধ্যাপক মুহাম্মদ [[আসাদ্দর আলী]], সিলেটের লোকজ ঐতিহ্যের আজীবন অনুসন্ধানী গবেষক ।<br />

হযরত শাহজালাল রাহঃ ও তিনশ ষাট আউলিয়ার পুণ্য পদস্পর্শধন্য সিলেট । সূফী সাধনা ও মরমী সাহিত্যে সিলেট বিভাগের পীর ফকির সূফী সাধক বাউল বৈরাগীদের অবদান বিশেষ ভাবে উল্লেখযোগ্য । হাজারও মরমী কবিদের আবির্ভাব ও তিরোভাবের অব্যাহত ধারায় সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তেরাউতিয়া গ্রাম নিবাসী পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া একজন বাউল কবি হিসেবে দেশ বিদেশে সুপরিচিত । 
সিলেট বিভাগের প্রাকৃতিক পরিবেশ এখানকার মানুষকে ভাবুক করে তুলেছে স্বাভাবিক নিয়মে । একথা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং তর্কাতীতভাবে স্বীকৃত যে সাহিত্য সংস্কৃতি চর্চার পথ পরিক্রমার অব্যাহত ধারায় সিলেটের কীর্তিমান মরমী কবিগণ তাদের কালজয়ী মনন ও মেধার অবিনাশী কর্মকাণ্ডের মাধ্যমে হাজারো ভাবে ইতিহাসে অমর হয়ে রয়েছেন । 
সৈয়দ শাহ নূর, সূফী শিতালং, হাছন রাজা, রাধারমন, শেখ ভানু, দীনহীন, দীন ভবানন্দ, আরকুম শাহ, আছদ আলী পীর প্রমূখ মরমী কবিগণ আজ আমাদের মাঝে নেই । আছে তাদের হৃদয়ের ভাষা দিয়ে রচিত সঙ্গীত লহরী । বাউল কবি পীর ইসকন্দর মিয়াও একদিন এই দুনিয়ায় থাকবেন না । থাকবে তার গানগুলো । এই কবির এযাবৎ প্রকাশিত 'ইসকন্দর গীতি' পাঁচ খণ্ড ও একত্রে প্রকাশিত আরো তিন খণ্ডের গানগুলো আমি দেখে মুগ্ধ হয়েছি । জানা গেছে তার আরো কয়েক খণ্ড ইসকন্দর গীতি প্রকাশের অপেক্ষায় । সব মিলিয়ে তার রচিত গানের সংখা দেড় হাজারেরও বেশী হবে । । কবি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করার কারণে দেশের মাটিতে যতটা পরিচিতি হওয়ার কথাছিল তা হয়নি । পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া আমার জন্ম উপজেলা জগন্নাথপুরের তেরাউতিয়া গ্রামের লোক । আমার জন্মগ্রামও একই উপজেলার লদরপুর গ্রামে । পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া তার পূর্বসূরী মরমী মহাজনদের একজন সফল উত্তরসূরী । তার রচিত গানগুলো একদিন একদিন মূল্যায়ন হবে অবশ্যই । আমি ইসকন্দর গীতির বহুল প্রচার কামনা করি । (সুত্র; '''ইসকন্দর গীতি''') <ref name="স্মারক" />


'''মতিয়ার রাহমান চৌধুরী''' সিলেটি নাগরী লিপির গবেষক ও দেশ বিদেশে খ্যাতিয়মান সাংবাদিক<br /> 
পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়ার কথা লিখতে গিয়ে লিখেছেন; তিনি একাধারে একজন সাধক, গায়ক, মরমী কবি ও প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। শাহ ইসকন্দর মিয়া খুব ভালবাসতেন বঙ্গবন্ধুকে । আর এই শোকের মাস আগষ্টেই তাঁকে চলে যেতে হল না ফেরার দেশে । বহুগুণে গুণাম্বিত এই মানুষটি জীবনের বেশীর ভাগ সময় বিলেতে কাটিয়েও ভুলেননি নিজের সংস্কৃতি । তাঁর লিখা '''ইসকন্দর গীতি''' সর্বমোট তের খণ্ড বইয়ে তিনি লিখেছেন দেড় হাজারেরও বেশি গান । পীর শাহ ইসকন্দর মিয়ার রচিত গানে একজন ভাবুকের হৃদয় নিঙারানো ভাব ও ভাষা বিদ্যমান --- । <ref name="স্মারক" />


'''গবেষক, অধ্যাপক আতাউর রহমান''' সাবেক প্রিন্সিপাল [[সিলেট]] [[মদনমোহন কলেজ]] ও [[বিশ্ববিদ্যালয়]]<br />
পীর শাহ ইসকন্দর মিয়ার গানের সমালোচনা করতে গিয়ে তাঁকে একজন বস্তুবাদী কবি হিসেবে আখ্যায়িত করেছেন । পীর শাহ ইসকন্দর মিয়ার সেই বিখ্যাত গানটি হলঃ<br />

আমার মনের দুঃখ কাহারে সুধাই<br />
বন্ধু, তর প্রেমের আগুনে, <br />
পুড়ে পুড়ে হইয়া গেলাম ছাই ।<br />

তুমি আমায় ভিন্ন বেসে <br />
ভুইলা রইলায় পরবাসে-রে ।<br />
অঙ্গ কালা প্রেমের বিষে <br />
কি দিয়া জ্বালা নিভাই ।<br />

যেই অবধি তোমায় ছাড়া <br />
দুই নয়নে বহে ধারা-রে ।<br />
ইসকন্দর হইলাম সারা <br />
কোথায় গেলে তোমায় পাই ।  (সুত্র; '''ইসকন্দর গীতি''')  <ref name="স্মারক" />


ইতিহাস সন্ধানি মরমী গবেষক [[সৈয়দ মোস্তফা কামাল]]<br /> 
শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া সম্পর্কে বলতে গিয়ে বলেছেন 'পীর ইসকন্দর মিয়ার গানে ঈশারা করে তিনি একজন এশকের আশিক, ভাবের ভাবুক ।' আমার মতে ইসকন্দর মিয়া একজন ভাবুক কবি, সূফি সাধক ও দেশপ্রেমিক ।  তাঁর প্রতিটি গানে উঠে এসেছে ইহকাল ও পরকালের ভাবনা, দেশপ্রেম এবং সমসাময়িক বিষয়াদি । আর এ কারণেই তিনি চির কাল বেঁচে থাকবেন তাঁর সৃষ্টিকর্মের মাঝে । <ref name="moromi manosh" /><ref name="স্মারক" />


'''ডঃ মমিনুল হক''' <br />
বৃটেনের যে কয়কজন আধ্যাতিক সাধক ও মরমী কবি রয়েছেন শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া তাদের মধ্যে অন্যতম । তিনি একাধারে কবি, গায়ক, সাধক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন প্রবাসি সংগঠক ।  আমরা যতটুকু জানি, সম্ভবত বিলেতে তিনিই প্রথম সাংস্কৃতিক কর্মী হিসেবে গান রচনা করেন এবং অন্যদের গান রচনাতে প্রত্যক্ষ প্রেরণা দিয়ে গান রচনায় অনুপ্রাণিত করেছেন । তাঁর গানগুলো আজীবন বাংলা সাহিত্য ভাণ্ডারের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে বলে আমরা বিশ্বাষ করি । (সুত্র; '''ইসকন্দর গীতি''') 


'''অধ্যাপক আবু খালেদ চৌধুরী'''; আধ্যাত্মিক ক্ষেত্রে পীর ইসকন্দর মিয়ার অবাধ বিচরণ রয়েছে । সূফিবাদের মরমী তত্ত্বে তাঁর চেতনা শাণিত । '''ইসকন্দর গীতি''' বাংলার বাউল কবিদের কথাই স্মরণ করিয়ে দেয় । আউল বাউলের দেশ আমাদের বাংলাদেশ । সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা এর ব্যতিক্রম নয় । জগন্নাথপুরের তেরাউতিয়া মোকামবাড়িতে জন্ম নেয়া শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া একজন স্বভাব কবি । সিলেটের মরমী সাহিত্যে 'ইসকন্দর গীতি' স্মরণিয় হয়ে থাবকে । <ref name="স্মারক" />


'''সিলেট সিটি'র সাবেক মেয়র বদর উদ্দীন আহমদ কামরান''' <br />
প্রবাসী বাউল কবি পীর শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া শুধুমাত্র একজন কবিই নন; তিনি একজন একজন মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকও । তিনি ও তাঁর সহযুদ্ধারা প্রবাসে বাংলাদেশের স্বপক্ষে কাজ করেছেন । তাদের অবদানগুলো জাতি অনাগতকাল ধরে স্মরণ রাখবে  <ref name="স্মারক" />


(contracted; show full)[[বিষয়শ্রেণী:সুফি]]
[[বিষয়শ্রেণী:সিলেট গীতিকা]]
[[বিষয়শ্রেণী:সাধক]]
[[বিষয়শ্রেণী:বাঙালি গীতিকার]]
[[বিষয়শ্রেণী:বাঙালি সুরকার]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের লোকসংগীত]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী সাহিত্যিক]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী কবি]]