Difference between revisions 2954045 and 2954267 on bnwiki


'''মো: জোবায়ের আলম''' ([[জন্ম]]: [[১ সেপ্টেম্বর]] [[১৯৮২]]) [[বাংলাদেশ|বাংলাদেশের]] একজন শিক্ষাবিদ ও ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি ভাষার দৈনিক সংবাদপত্র দি বাংলাদেশ টুডে'র প্রকাশক এবং সম্পাদক।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.ittefaq.com.bd/capital/2018/01/14/143456.html|title=ঢাকাকে নিয়ে স্বপ্ন দেখেন ঢাবি শিক্ষক জোবায়ের আলম|publisher=}}</ref> 

== প্রাথমিক জীবন ==
জোবায়ের আলমের জন্ম নীলফামারীতে।[[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পরে তিনি ২০০৮ সালে কানাডার ভ্যাঙ্কুভার আইল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে আকুয়াকালচার প্রযুক্তির উপরে পোস্ট-ডিগ্রী ডিপ্লোমা অর্জন করনে। এরপর ২০১১ সালে তিনি যুক্তরাষ্টের কেলার গ্রাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। এছাড়াও জোবায়ের আলম ২০১২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের উপর একটি সামার প্রোগ্রামে অংশগ্রহণ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.ittefaq.com.bd/epaper/pop_up.php?img_name=2013/10/07/images/22_103.jpg|title=আলোকিত তারুণ্যের গল্প|publisher=}}</ref> 


==কর্মজীবন==
২০১৩ সাল থেকে তিনি ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বর্তমানে তিনি ঢাকা বিশ্বদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি ২০১৮ সালের ঢাকা উত্তর সিটি কর্পোরশনের মেয়র নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

== তথ্যসূত্র ==
{{সূত্রতালিকা}}

==বহি:সংযোগ==