Difference between revisions 2996737 and 3048060 on bnwiki⏎ ⏎ [[চিত্র:Rasha.jpg.jpg|থাম্ব]] '''সলুয়া বাজার''' বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন অঞ্চল। ব্রিটিশ আমলে সলুয়া বাজারের কোনো অসিস্ত ছিল না। ১৯৭১ সালের দিকে এই বাজারের ব্যবসা-বানিজ্য শুরু হয়। '''ভৌগলিক অবস্থান:''' উত্তরে আফরা গ্রাম, দক্ষিনে সলুয়া গ্রাম, পূর্বে জগহাটি গ্রাম ও পশ্চিম দক্ষিনে ফুলসারা গ্রাম। বাজারের মাঝ বরাবর দিয়ে গেছে যশোর-চৌগাছা হাইওয়ে। যেটি স্বাধীনতা সড়ক নামে নামকরন করা হয়েছে। '''প্রশাসনিক এলাকাসমূহ:''' বর্তমানে বাজারটি ফুলসারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডসহ চুরামনকাটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মূল বাজার হিসেবেও পরিচিত। সলুয়া গ্রামের নাম অনুসারে সলুয়া বাজারের নামকরন করা হয়। এর ৯০% অংশ আফরা মৌজার মধ্যে। '''ইতিহাস:'''সলুয়া বাজার একটি অতি প্রচীন জনপদ।আনুমানিক ১৯৭১ সালের পরের দিকে ২-৩টি দোকান নিয়ে সলুয়া বাজারের যাত্রা শুরু হয়।এই বাজারে প্রথম চায়ের দোকান ছিল দুদু মিয়া নামের একজনের।১৯৫১ সালে সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯৬৯ সালে সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, ২০০১ সালে সলুয়া আদর্শ ডিগ্রী কলেজ,২০০৭ সালে মুক্তেরশ্বী কিন্ডার গার্টেন স্কুল,২০১৬ সালে আদর্শ কিন্ডার গার্টেন প্রতিষ্ঠিত হয়। তাছাড়া বর্তমানে অনেক মাদ্রাসা আছে এখানে।স্বাধীনতার সময় মিত্রবাহিনী সলুয়া বাজারের ওপার দিয়ে যশোর শহরে প্রবেশ করে।এই বাজারটি মুক্তেরশ্বরী নদের পাশে অবস্থিত। '''যোগাযোগ ব্যবস্থা:''' সলুয়া বাজারের সাথে এর কাছাকাছি জেলা শহর ও উপজেলা শহরসহ অন্যান্য জেলায় যাবার সহজ যোগাযোগ ব্যবস্থা আছে। জেলা শহর ও উপজেলা শহরে পরিবহনের জন্য এখানে মহাসড়ক আছে। সহজ যোগাযোগের জন্য রয়েছে বাস, থ্রি-হুইলার, ভ্যান, ইজিবাইক ইত্যাদি। '''অর্থনীতি:''' এখানকার মানুষের আয়ের সিংহভাগ আসে কৃষি থেকে। আর প্রধান কৃষি হচ্ছে ধান। বছরের প্রায় সব সময় তারা ধান চাষ ও বিক্রয় করছে। আর দ্বিতীয়টি হচ্ছে ব্যবসা। তাছাড়া আরো অন্যান্য পেশার সাথে তারা জড়িয়ে আছে। '''নদ:''' মুক্তেরশ্বরী যেটি একসময় অনেক বড় নদ ছিল। এই নদে লঞ্চ, স্টিমার, জাহাজ চলাচল করত। কিন্তু কালের বিবর্তনে এটি একটি মৃত নদ। যা খালে রুপান্তরিত হয়েছে। শিক্ষা: এখানে আছে সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, সলুয়া আদর্শ ডিগ্রী কলেজ, মুক্তেরশ্বী কিন্ডার গার্টেন স্কুল, আদর্শ কিন্ডার গার্টেন, একটি মহিলা মাদ্রাসা, তিনটি পুরুষ মাদ্রাসা। '''চিকিৎসা:''' এখানে আছে একটি ইউনিয়ন স্বাস্হ্য কমপ্লেক্স, তাছাড়া আরো অন্যান্য ঔষধ ও ডাক্তারের দোকান। '''বিখ্যাত ব্যক্তিবর্গ:''' ১) তোফায়েল আহমেদ ২) দুদু মিয়া ৩) মোকরম হোসেন ৪) মেহেদী মাসুদ চৌধুরী ৫) আব্দুল মান্নান ৬) আব্দুল্লাহ ৭) হারুন-অর-রশীদ ৮) লতা মিয়া ৯) ছাত্তার হোসেন ১০) সেলিম উদ্দিন খান ১১) দিদারুল ইসলাম মন্টু All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikipedia.org/w/index.php?diff=prev&oldid=3048060.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|