Difference between revisions 3012627 and 3012629 on bnwiki

{{Other uses}}
{{Redirect|পেইন্টার}}
{{pp-move-indef}}

চিত্রকলার একটি অন্যতম শাখা হলো চিত্রশিল্প। সাধারণভাবে অক্ষর চিত্রণ, নকশা, ডায়াগ্রাম (কোনো কিছু ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত চিত্র) ইত্যাদিকে চিত্রলেখ (graphic) বলা হয়। অঙ্কন, চিত্রকর্ম, ছাপচিত্র-কে  চিত্রলেখ-শিল্প (graphic art) -এর অংশ হিসেবে বিবেচনা করা হয়। এর ভিতরে কোনো মাধ্যমের উপরিতলে অঙ্কিত ছবিতে যদি রঙ বা আলো-ছায়ার বৈশিষ্ট্য শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়, তখন তাকে চিত্রকর্ম হিসেবে বিবেচনা করা হয়।

চিত্রকর্মের জন্য তৈরিকৃত বিশেষ ধরনের রঙ, রঞ্জক বা এই জাতীয় পদার্থ দিয়ে কোনো তলের উপর চিত্রকর্ম তৈরি করা হয়। এক্ষেত্রে তুলি, চামচ, চাকু, স্পঞ্জ ইত্যাদি ব্যহার করা হয়। চিত্রকর্ম তৈরির প্রক্রিয়াকে চিত্রায়ণ এবং এর মাধ্যমে সৃষ্ট ছবিকে চিত্রকর্ম বলা হয়। চিত্রকর্ম দেয়াল, কাগজ, ক্যানভাস, কাঠ, কাঁচ, মাটি, ধাতু, কংক্রিটের উপরিতল ব্যবহার করা হয়। <ref> [http://onushilon.org/art/painting.htm চিত্রকর্ম] অনুশীলন </ref> যিনি এ চিত্রশিল্প তৈরি করেন তাকে চিত্রশিল্পী বলা হয়।