Difference between revisions 3012631 and 3012634 on bnwiki

{{Other uses}}
{{Redirect|পেইন্টার}}
{{pp-move-indef}}
[[চিত্র:RebelCowAbedin.jpg|thumb|বিদ্রোহী, [[জয়নুল আবেদিন|জয়নাল আবেদিনের]] আঁকা]]
চিত্রকলার একটি অন্যতম শাখা হলো চিত্রশিল্প। সাধারণভাবে অক্ষর চিত্রণ, নকশা, ডায়াগ্রাম (কোনো কিছু ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত চিত্র) ইত্যাদিকে চিত্রলেখ (graphic) বলা হয়। অঙ্কন, চিত্রকর্ম, ছাপচিত্র-কে  চিত্রলেখ-শিল্প (graphic art) -এর অংশ হিসেবে বিবেচনা করা হয়। এর ভিতরে কোনো মাধ্যমের উপরিতলে অঙ্কিত ছবিতে যদি রঙ বা আলো-ছায়ার বৈশিষ্ট্য শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়, তখন তাকে চিত্রকর্ম হিসেবে বিবেচনা করা হয়।<ref> [http://onushilon.org/art/painting.htm চিত্রকর্ম] অনুশীলন </ref> যিনি এ চিত্রশিল্প তৈরি করেন তাকে চিত্রশিল্পী বলা হয়।

==বাংলাদেশের বিখ্যাত কয়েকজন চিত্রশিল্পী==

বাংলাদেশের আধুনিক চিত্রকলার ইতিহাস ছয় দশকের অল্প অধিক সময়ের। ১৯৪৮ সালে জয়নুল আবেদিন ও তাঁর কলকাতার সহযোগী শিল্পী-বন্ধুদের উদ্যোগে ঢাকায় সরকারি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা থেকে এর আনুষ্ঠানিক শুরু। বাংলাদেশে অনেক বিখ্যাত চিত্রশিল্পী রয়েছেন।