Difference between revisions 3024647 and 3028437 on bnwiki

মাওনা বাজার ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভায় অবস্থিত একটি ঐতিহাসিক বাজার। এটি প্র্য়াত পিয়ার আলী মাদবর সাহেব এর ওয়াকফ করা যায়গার উপর অবস্থিত। এটি বর্তমানে মাওনা চৌরাস্তা হতে পশ্চিমে লবন্দহ নদী পর্যন্ত বিস্তৃত। এই বাজারে ভাওয়াল রাজার একটি কাচারি আছে। আরও আছে হিন্দুদের মন্দির মুসলমানদের মসজিদ। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মাওনা জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বাজার ঘেঁষেই অবস্থিত। এর পূর্ব পাশেই রয়েছে পীয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ।