Difference between revisions 3101715 and 3101716 on bnwiki

'''প্রফেসর ড. এম.আর সরকার''' ( [[১৯২৮]]-[[১৯৮৫|১৯৮৫)]] [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মকবুলার রহমান সরকার, যিনি এম.আর সরকার নামেই সমাধিক পরিচিত ছিলেন। 

= জন্ম ও শৈশব =
এম.আর সরকার [[গাইবান্ধা জেলা|গাইবান্ধার]] [[সাদুল্লাপুর উপজেলা|সাদুল্লাপুর উপজেলার]] খোর্দ্দকোমরপুরে [[১৯২৮]] সালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিতা দেলোয়ার হোসেন সরকার ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। মাত্র ৯ মাস বয়সে মা আসিয়া খাতুনকে হারান মকবুলার রহমান। পরে নানীর কাছে আদর-স্নেহে বড় হয়ে উঠেন তিনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://rangpurmedia.com/tag/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%A1-%E0%A6%8F%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95/|শিরোনাম=প্রফেসর ড. এম.আর সরকার : প্রকৃত শিক্ষাবিদের প্রতিকৃতি – Rangpur Media|ওয়েবসাইট=rangpurmedia.com|ভাষা=en-US|সংগ্রহের-তারিখ=2018-08-06}}</ref>

= শিক্ষা ও কর্মজীবন =
মকবুলার রহমান সরকার নিজ গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষালাভ করেন। ১৯৪৪ সালে তুলশীঘাট কাশীনাথ হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক এবং [[১৯৪৬]] সালে [[কারমাইকেল কলেজ|রংপুর কারমাইকেল কলেজ]] থেকে প্রথম বিভাগে আই.এস.সি পাশ করেন। [[১৯৪৮]] সালে [[রাজশাহী কলেজ]] থেকে [[পদার্থবিজ্ঞান|পদার্থবিদ্যায়]] বি.এস.সি সম্মান ডিগ্রী লাভ করেন। এরপর তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ে]] ভর্তি হওয়ার জন্য চাচা প্রখ্যাত রাজনীতিক [[আবু হোসেন সরকার|আবু হোসেন সরকারের]] বাসায় উঠেন। সেখানে থেকেই তিনি [[১৯৪৯]] সালে [[পদার্থবিদ্যা|পদার্থবিদ্যায়]] এম.এস.সি পার্ট-১ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম এবং [[১৯৫০]] সালে পার্ট-২ পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://sadullapur.gaibandha.gov.bd/site/page/2d14761e-18fd-11e7-9461-286ed488c766/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%20%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC|শিরোনাম=প্রখ্যাত ব্যক্তিত্ব|ওয়েবসাইট=sadullapur.gaibandha.gov.bd|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2018-08-06}}</ref>

[[১৯৫১]] সালে এম.আর সরকার [[ঢাকা বিশ্ববিদ্যালয়|ঢাকা বিশ্ববিদ্যালয়ের]] [[পদার্থবিদ্যা]] বিভাগে প্রভাষক পদে যোগ দেন। [[১৯৫২]] সালে [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যের]] লিভারপুল ইউনিভাসর্সিটিতে পিএইচডি করতে যান। পিএইচডি লাভ করে [[১৯৫৬]] সালে দেশে ফিরে তৎকালীন ইষ্ট পাকিস্তান  এডুকেশন সাভর্ভিসের অধীনে [[রাজশাহী কলেজ]]  [[পদার্থবিদ্যা]] বিভাগে যোগ দেন। [[১৯৫৮]] সালে তিনি [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] [[পদার্থবিদ্যা]] বিভাগে রীডার হিসেবে যোগ দেন এবং [[১৯৬৩]] সালে প্রফেসর পদে উন্নীত হন। [[১৯৬৯]] সাল থেকে [[১৯৭২]] সাল পর্যন্ত তিনি [[লিবিয়া|লিবিয়া]] ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। দেশে ফিরে প্রফেসর সরকার [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ে]] ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগ প্রতিষ্ঠা করে বিভাগীয় প্রধান ও প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। [[১৯৮১]] সালের [[২৭ ফেব্রুয়ারি|২৭ ফেব্রুয়ারি]] প্রফেসর মকবুলার রহমান সরকার [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দক্ষতার সাথে [[১৯৮২]] সালের [[২২ ফেব্রুয়ারি|২২ ফেব্রুয়ারি]] পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, [[রাজশাহী বিশ্ববিদ্যালয়|রাজশাহী বিশ্ববিদ্যালয়ের]] বিজ্ঞান অনুষদের ডীন, সিন্ডিকেট ও সিনিটের চেয়ারম্যান ও সদস্য, একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ও সদ্য, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের সদস্য, আমেরিকান এসোসিয়েশন ফর দ্যা এডভ্যান্সমেন্ট সাইন্সের সদস্য, বরেন্দ্র গবেষণা মিউজিয়ামের চেয়ারম্যান, ইন্সটিটিউট অব বাংলাদেশ ষ্টাডিজের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান প্রভৃতি গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। প্রফেসর সরকার শিক্ষা সংক্রান্ত কাজে [[অস্ট্রেলিয়া|অষ্ট্রোলিয়া]], [[কানাডা]], [[বেলজিয়াম|বেলজিয়াম]], [[গণচীন|চীন]], [[ইংল্যান্ড]], [[সাইপ্রাস]], [[ডেনমার্ক]], [[জার্মানি]], [[নেদারল্যান্ডস|হল্যান্ড]], [[ইন্দোনেশিয়া|ইন্দোনেশিয়া]], [[ভারত]], [[লেবানন]], [[পাকিস্তান|পকিস্তান]], [[মার্কিন যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্র]], [[সৌদি আরব]], [[সিঙ্গাপুর]], [[লিবিয়া|লিবিয়া]], [[ইতালি]], [[সুইজারল্যান্ড]], [[সিরিয়া|সিরিয়া]], [[থাইল্যান্ড]] সফর করেন।

আমাদের [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ|মুক্তিযুদ্ধকালে]] প্রফেসর এম আর রহমান সরকার [[লিবিয়া|লিবিয়াতে]] থেকেও তহবিল সঙগ্রহ এবঙ জনমত সঙগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতাযুদ্ধ পূর্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষক সমাজের স্মরণীয় অবদানের সাথে তিনি একাত্ম ছিলেন। স্বাধীনচেতনা ও গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন প্রফেসর সরকার সামরিক শাসন এবং অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আবার শিক্ষক রাজনীতির নামে লাভালাভ এবং নোংরামীকে ঘৃণা করতেন। নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে অধিকহারে তাদের অংশগ্রহণের উপর গুরুত্ব দিতেন প্রফেসর সরকার। সে কারণে তিনি স্ত্রী খুজিস্তা আখতার ফাসিহাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী হতে সহায়তা করেছেন। পিতা হিসেবে ছেলে ও মেয়েকে সমানভাবে সুশিক্ষিত করে গেছেন।

== মৃত্যু ==
ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ,নীতিনিষ্ঠা এবং কর্তব্যপরায়ন প্রফেসর মকবুলার রহমান সরকার [[১৯৮৫]] সালের [[১৯ মে]] মৃত্যুবরণ করেন। [[গাইবান্ধা জেলা|গাইবান্ধা]] কৃতি সন্তান হিসেবে আমরা প্রফেসর সরকারকে নিয়ে গর্ব করতে পারি। আমাদের প্রয়োজনেই আমরা তাঁকে স্মরণ করব আরো অনেক দিন।

= তথ্যসূত্র =
[http://sadullapur.gaibandha.gov.bd/site/page/2d14761e-18fd-11e7-9461-286ed488c766/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%20%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC]সাদুল্লাপুর সরকারি পোর্টাল 

[https://rangpurmedia.com/tag/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0-%E0%A6%A1-%E0%A6%8F%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95/]

[[বিষয়শ্রেণী:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য]]
[[বিষয়শ্রেণী:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক]]
[[বিষয়শ্রেণী:গাইবান্ধা জেলার ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী]]