Difference between revisions 3111880 and 3118950 on bnwiki

{{পরিষ্করণ-পুনঃসংগঠন|date=সেপ্টেম্বর ২০১৮}}
যিকর/গজিকর/জিকির ( ﺫِﻛﺮ ) আরবী শব্দ। এর মূল হলো [ ﺫ ﻙ ﺭ ] এর বহুবিধ অর্থ রয়েছে এবং শব্দের উচ্চারণ ও পরিবর্তনে অনেক অর্থ হয়। আমাদের আলোচিত বা বাংলায় প্রচলিত যিকির এর মানে হলো- স্মরণ,আল্লাহকে স্মরণ বা ডাকা। এর আরো অর্থ হলো-
খ্যাতি, সম্মান, আলোচনা করা, উল্লেখ করা, বিবৃতি, নামকরণ, বর্ণনা করা,
আরবী অভিধান ( ﺍﻟﻤﻌﺠﻢ : ﺍﻟﻐﻨﻲ / ﺍﻟﻤﻌﺠﻢ : ﺍﻟﻠﻐﺔ ﺍﻟﻌﺮﺑﻴﺔ ﺍﻟﻤﻌﺎﺻﺮ
)এ এর কয়েকটি অর্থের মাঝে- উপদেশ, সর্তক, তাওবা, স্মৃতি, মনে রাখা, প্রশংসা. আনুগত্য, আল্লাহর ক্ষেত্রে হবে- তার প্রশংসা, গুণগান, মহিমা বর্ণনা।
(contracted; show full)
১১. দলীল/প্রমাণ: { ﻭَﻣَﺎ ﻫِﻲَ ﺇﻻَّ ﺫِﻛْﺮَﻯ ﻟِﻠْﺒَﺸَﺮِ }( সূরা ৭৪ মুদ্দাসির: ৩১) এই আয়াতে যিকরের অর্থ দলীল/প্রমাণ করা হয়েছে (তাফসীরে কুরতুবী।)
সাধারণভাবে যিকর শব্দের মানে হলো আল্লাহকে স্মরণ করা, তাকে নিয়ে আলোচনা করা, সালাত পড়া বা কুরআন তেলাওয়াত করা।


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম বলেছেন "যে ব্যাক্তি বেশি বেশি  -লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার ঈমান এর শক্তি বাড়বে"