Revision 1175559 of "ইকবাল সোবহান চৌধুরী (সাংবাদিক)" on bnwiki

{{notability|date=মে ২০১২}}
{{cleanup}}
{{Infobox person
|name= ইকবাল সোবহান চৌধুরী
|image=
|caption=
|dead=
|birth_name=
|birth_date= [[১ এপ্রিল]], [[১৯৪৯ ]]
|birth_place= [[ফেনী জেলা]],[[বাংলাদেশ|বাংলাদেশী]]
|death_place= 
|known_for= সাংবাদিক
|occupation = সাংবাদিকতা
}}

'''ইকবাল সোবহান চৌধুরী''' (জন্ম:[[১ এপ্রিল]], [[১৯৪৯]]) ফেনীর  ফতেহপুর গ্রামে। ১৯৭২ সালে বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৮ সালে অবজারভারের সম্পাদক হন। ঢাকা সাংবাদিক ইউনিয়নে দীর্ঘসময় নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি। 

== জন্ম ও শিক্ষাজীবন ==
[[ফেনী]] জেলার [[ফেনী সদর উপজেলা|ফেনী সদর উপজেলা]] ফতেহপুর গ্রামে ১ এপ্রিল ১৯৪৯ সালের ইকবাল সোবহান চৌধুরী জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রবিজ্ঞান থেকে অনার্স। মাস্টার্স করেছেন লোক প্রশাসনে।

== প্রথম কর্মজীবন  ==
১৯৭২ সালে বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন।

== সাংবাদিক জীবন ==
১৯৯৮ সালে অবজারভারের সম্পাদক হন। ঢাকা সাংবাদিক ইউনিয়নে দীর্ঘসময় নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফেনী থেকে নির্বাচন করেন। প্রকাশনার ৬১ বছরের মাথায় দেশের প্রাচীন ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার বন্ধ হয়ে যাবার পর দৈনিক আমাদের সময়ে উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। তার সম্পাদনায় জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকা শিগগিরই বাজারে আসছে। নাম দ্য ডেইলি অবজারভার।

==তথ্যসূত্র==
<references/>

== বহিঃসংযোগ ==
* [http://www.barta24.net/?view=details&data=Career&news_type_id=1&menu_id=79&news_id=31276 www.barta24.net]