Revision 1345082 of "অঙ্কুর গ্রুপ" on bnwiki[[চিত্র:ektara.png|thumb|100px|right|'''একতারা''': অঙ্কুর গ্রুপ এর লোগো]] '''অঙ্কুর''' একটি ইন্টারনেটভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন যা ওপেন-সোর্স সফটওয়্যার নির্মাণের সাথে জড়িত। অঙ্কুরের সদস্যগণ ছড়িয়ে আছে বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকায়।অঙ্কুরের লক্ষ্য [[লিনাক্স]] অপারেটিং সিস্টেমের বিভিন্ন স্তরে [[বাংলা ভাষা]] ব্যবহারের পথ প্রশস্ত করা। এজন্য এটি লিনাক্সের বিভিন্ন জনপ্রিয় GUI অ্যাপলিকেশনের, যেমন GNOME, KDE, OpenOffice.org, ইত্যাদির ইন্টারফেস অনুবাদের কাজ করছে। এছাড়া ইউনিকোডভিত্তিক ওপেনটাইপ ফন্ট এবং বাংলা ভাষা কেন্দ্রিক বিভিন্ন সফটওয়্যার তৈরির সাথেও এর সদস্যগণ জড়িত। == অঙ্কুরিত প্রকল্প সমূহ == * '''গনোম ও কে.ডি.ই. বাংলা অনুবাদ প্রকল্প'''- গনোম ও কে.ডি.ই. হল লিনাক্স অপারেটিং সিস্টেমের সর্বাধিক ব্যবহ্রত দুটি ডেস্কটপ ব্যবস্থাপনা সফটওয়্যার। গনোম ও কে.ডি.ই. আসলে অনেকগুলো সফটওয়্যারের সমষ্টি। এদের মধ্যে রয়েছে ফাইল ব্যবস্থাপক, ওয়েব ব্রাউজার, অডিও-ভিডিও প্লেযার ইত্যাদি সহ একজন কম্পিউটার ব্যবহারকারীর নিত্যদিনের প্রয়োজনীয় প্রায় সকল সফটওয়্যার। এসব সফটওয়্যারের ইন্টারফেসকে বঙ্গানুবাদের কাজ করছে অঙ্কুর। * '''ওপেন-অফিস.অর্গ বাংলা অনুবাদ প্রকল্প'''- ওপেন-অফিস.অর্গ একটি অফিস স্যুট। ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার ইত্যাদির সমন্বয়ে তৈরি হয়েছে এই [[ওপেন-সোর্স]] অফিস স্যুট। এটির ইন্টারফেসকেও বাংলায় রূপান্তর করেছে অঙ্কুর। * '''মুক্ত বাংলা ফন্ট প্রকল্প'''- বাংলা লেখা প্রদর্শনের জন্য চাই বাংলা ফন্ট। আর এই প্রকল্পটির দায়িত্ব হল বাংলা ফন্ট তৈরি করা। ফন্টগুলোর প্রতিটিই [[ইউনিকোড]]ভিত্তিক। == বহিঃর্সংযোগ == * [http://www.ankurbangla.org অঙ্কুর বাংলা] * [http://www.bengalinux.org বেঙ্গালিনাক্স] [[বিষয়শ্রেণী:বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সংগঠন]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikipedia.org/w/index.php?oldid=1345082.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|