Revision 1553998 of "কীন ব্রীজ" on bnwiki[[চিত্র:Sylhet bridge.JPG|thumb|320px|ক্বীন ব্রীজ]]
সিলেটে অন্যতম দর্শনীয় ঐতিহ্য '''ক্বীন ব্রীজ'''। এটি [[সুরমা নদী|সুরমা নদীর]] ওপর নির্মিত একটি ঐতিহাসিক নিদর্শন।<ref name="জেলা">[http://www.dcsylhet.gov.bd/ "সিলেট জেলা তথ্য বাতায়ন"],</ref>। এই ব্রীজটিকে সিলেট শহরের "প্রবেশদ্বার" বলা হয়।
== অবস্থান ==
সিলেট শহরের কেন্দ্রস্থলে ক্বীন ব্রীজটি অবস্থিত। এর এক দিকে দক্ষিণ সুরমা ও অপর দিকে তালতলা।
== নামকরণ ==
গত শতকের তিরিশের দশকের দিকে আসাম প্রদেশের গভর্ণর ছিলেন মাইকেল ক্বীন। তিনি সিলেট সফরে আসেন। তাঁর স্মৃতিকে অম্লান করে রাখতেই এ ব্রীজটি নির্মাণ হয় এবং এই ব্রীজটির নামকরণ করা হয় গভর্ণর মাইকেল ক্বীনের নামানুসারে।<ref>http://www.yogsutra.com/links/kean-bridge.php</ref><ref name="dcsylhet.gov.bd">http://www.dcsylhet.gov.bd/index.php?option=com_content&view=article&id=88</ref>
== তৈরির ইতিহাস ==
আসাম প্রদেশের গভর্ণর মাইকেল ক্বীন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রীজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন। ফলে, রেলওয়ে বিভাগ ১৯৩৩ সালে সুরমা নদীর ওপর ব্রীজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মান শেষে ১৯৩৬ সালে ব্রীজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
তৎকালীন আসাম সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর [[প্রমোদ চন্দ্র দত্ত]] এবং শিক্ষামন্ত্রী [[আব্দুল হামিদ]] ব্রীজটি নির্মাণের ক্ষেত্রে অশেষ অবদান রাখেন।
== গঠন ==
ক্বীন ব্রীজ লোহা দিয়ে তৈরী। এর আকৃতি ধনুকের ছিলার মত বাঁকানো। এই ব্রীজটির দৈর্ঘ্য ১১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট। ব্রীজ নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় ৫৬ লাখ টাকা।<ref name="dcsylhet.gov.bd"/>
== সংস্কার ও বর্তমান অবস্থা ==
১৯৭১ সালে মহান [[মুক্তিযুদ্ধ]] চলাকালে পাকিস্তানী হানাদার বাহিনী ডিনামাইট দিয়ে ব্রীজের উত্তর পাশের একাংশ উড়িয়ে দেয়; যা স্বাধীনতার পর কাঠ ও বেইলী পার্টস দিয়ে মেরামত করা হয় ও হালকা যান চলাচলের জন্য ব্যবহৃৎ হয়।<ref name="dcsylhet.gov.bd"/>
১৯৭৭ সালে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় ব্রীজের বিধ্বস্ত অংশটি কংক্রীট দিয়ে পুনঃনির্মাণ করা হয় এবং তৎকালীন নৌ বাহিনীর প্রধান রিয়াল এডমিরাল [[এম এইচ খান]] সংস্কারকৃত ব্রীজটি উদ্বোধন করেন; ফলে পুনরায় এটি দিয়ে যান চলাচল শুরু হয়।<ref name="dcsylhet.gov.bd"/>
== তথ্যসূত্র ==
{{reflist}}
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের সেতু]]All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikipedia.org/w/index.php?oldid=1553998.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|