Revision 1554648 of "কামরুল হাসান রতন" on bnwiki

{{nn}}
'''কামরুল হাসান রতন''' একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ও শহীদ হন।

== জীবন ==

রতনের পিতা আবদুল হালিম তৎকালীন পূর্ব পাকিস্তানের একজন সরকারী কর্মকর্তা ছিলেন। আবদুল হালিমের ছয় পুত্রই মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁদের মাঝে [[বখতিয়ার হাসান মাখন]], [[রাকিবুল হাসান লাকি]], কামরুল হাসান রতন ও [[ইকবাল হাসান শাহার]] পাকিস্তানী সেনাবাহিনীর হাতে নিহত হন। দুই পুত্র [[আখতিয়ার হাসান মিলন]] ও [[ফখরুল হাসান খোকন]] জীবিত অবস্থায় যুদ্ধ শেষে ঘরে ফেরেন।

== মুক্তিযুদ্ধে অবদান ==

মুক্তিযুদ্ধের প্রারম্ভে ২৫শে মার্চের পর রতন তাঁর অন্য পাঁচ ভাইয়ের সাথে নিজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যান এবং সেখানে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। তিনি ও তাঁর বন্ধু ও প্রতিবেশী [[আতাউর রহমান নেহাল]] ভারত থেকে গুপ্তচরবৃত্তিতে বিশেষ প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ফিরে আসেন। রতন ও নেহাল ঢাকার তেজগাঁও বিমানবন্দরে পাকিস্তানীদের ঘাঁটিতে নূর মোহাম্মদ নামের জনৈক ঠিকাদারের সহায়তায় দিনমজুরের ছদ্মবেশে গুপ্তচর হিসেবে প্রবেশ করেন। তাঁরা দু'জন বিমানবন্দর এলাকায় পাকিস্তানীদের বিভিন্ন স্থাপনা সম্পর্কে তথ্য ও মানচিত্র মুক্তিযোদ্ধাদের সরবরাহ করেন। তাঁদের পাঠানো তথ্যের ভিত্তিতে ১৯৭১ এর ডিসেম্বরের শুরুতে মিত্রবাহিনী তেজগাঁও বিমানবন্দরের ওপর বিমান হামলা চালায়। পাকিস্তানীরা সন্দিগ্ধ হয়ে তদন্ত করে এবং রতন ও নেহালকে আটক করে। কিন্তু তাঁরা দুজন পাকিস্তানীদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হন।<ref name="star"/>

== মৃত্যু ==

১৪ ডিসেম্বর, ১৯৭১ তারিখে পাকিস্তানী সেনারা কামরুল হাসান রতনকে তাঁদের ৪৫/এফ তেজতুরী বাজারের বাড়িতে তাঁর ভাই ইকবাল হাসান শাহার ও বন্ধু আতাউর রহমান নেহালসহ গুলি করে হত্যা করে।<ref name="star2007">The Daily Star, [http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=15446 "Death anniversary of five martyrs"], December 14, 2007</ref> ঐ বাড়িতেই কামরুল হাসান রতনকে সমাধিস্থ করা হয়।<ref name="star">The Daily Star, [http://www.thedailystar.net/suppliments/2004/victory_day/vic07.htm#01 "The Story of Six Brothers"], Akbar Hossain, December 14, 2004</ref>

== তথ্যসূত্র ==
<references/>

[[বিষয়শ্রেণী:বাংলাদেশের মুক্তিযোদ্ধা]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধা]]