Revision 3119897 of "বানিয়াগাঁতি এস. এন. একাডেমি স্কুল এন্ড কলেজ" on bnwiki

{{Infobox university
| name                  = বানিয়াগাঁতি এস. এন. একাডেমী স্কুল এন্ড কলেজ 
|image          = Baniaganti S. N. Academy School &Collage.jpg
|established    = ১৯৪৭
|type = আধাসরকারী
|principal      = খোন্দকার নজরুল ইসলাম <ref>https://bsnac.edu.bd</ref>
||students      =৮৯১
|grades         = শ্রেণী ৬-১২
|website =             {{URL|bsnac.edu.bd}}
|campus size    =
|location       = [[বেলকুচি]] [[সিরাজগঞ্জ]] <ref>https://www.google.com/maps/place/Baniaganti+S+N+Academy...,+দক্ষিন+বানিয়াগাতি,+Bangladesh/@24.3016945,89.6712521,17z/data=!4m2!3m1!1s0x39fddd1a5e13165d:0xecc24f46e2e518f4?hl=en-US&gl=US</ref>
|country        = [[বাংলাদেশ]]
}}

'''বানিয়াগাঁতি এস. এন. একাডেমী স্কুল এন্ড কলেজ''' ({{lang-en|Baniaganti S. N. Academy School & College}}) [[বাংলাদেশ|বাংলাদেশের]] সিরাজগঞ্জের একটি উচ্চবিদ্যালয় ও কলেজ। বানিয়াগাঁতি এস. এন. একাডেমী স্কুল এন্ড কলেজ বর্তমানে প্রায় ৮৯১ ছাত্রছাত্রী পড়াশোনা করছে।<ref>https://edu.review.net.bd/BANIAGATI-S-N-ACADEMY-SCHOOL-&-COLLEGE</ref> এটি বানিয়াগাঁতি এস. এন. একাডেমী স্কুল এন্ড কলেজ বা বানিয়াগাঁতি কলেজ নামেও পরিচিত। এখানে ছেলে এবং মেয়ে উভয়দের জন্য পৃথক শাখা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক বিষয় রাজশাহী শিক্ষা বোর্ড দ্বারা নির্ধারিত বিষয়বস্তু এখানে পড়ানো হয়। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি উভয় পাবলিক পরীক্ষায় অংশগ্রহন করে।<ref>https://bn.m.wikipedia.org/wiki/মাধ্যমিক_ও_উচ্চ_মাধ্যমিক_শিক্ষা_বোর্ড,_রাজশাহী</ref>

==ইতিহাস==
প্রতিষ্ঠানটি ১৯৩৮ সালে অত্র এলাকার বিদ্যানুরাগী, প্রভাব শালী, হিতৈষী ও হিন্দু তফশীল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় এম.ই স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এর পর ১৯৪৭ ইং সালে মাধ্যমিক স্তরে এবং ১৯৯৮ইং সালে তৎকালীন এম.পি ও মাননীয় মন্ত্রী আলহাজ মোঃ আব্দুল লতিফ বিশ্বাস মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়।

==ছাত্র-ছাত্রীর সংখ্যা==

'স্কুল শাখা'
শ্রেণী	মোট
ষষ্ঠ	২১৭
সপ্তম	১৫৩
অষ্টম	১২৩
নবম	৭৭
দশম	৬৬

মোট =	৬৩৬

'কলেজ শাখা'
শ্রেণী	মোট
একাদশ	১১০
দ্বাদশ	১৪৫

মোট =	২৫৫

==অর্জন==
বিগত বছরগুলাতে শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফলের জন্য বেশ সুনাম অর্জন করেছে। রেকর্ড সংখ্যক পাশের হার এবং সর্বাধিক এ+ পাওয়ার গৌরব অর্জন এ প্রতিষ্ঠানটি করেছে। বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করায় অত্র প্রতিষ্ঠানটির ব্যাপক পরিচিতি রয়েছে।

==পরিচালনা কমিটি==

* আশানুর বিশ্বাস	[[সভাপতি]]
* খোন্দকার নজরুল ইসলাম [[অধ্যক্ষ]]	[[সদস্য সচিব]]
* মোঃ আনোয়ার হোসেন [[শিক্ষক প্রতিনিধি]]
* মোঃ সাইদুল ইসলাম	[[শিক্ষক প্রতিনিধি]]
* মুক্তি রানী	[[শিক্ষক প্রতিনিধি]]
* মোঃ লোকমান হোসেন	[[অভিভাবক সদস্য]]
* মোঃ শাহাদত হোসেন	[[অভিভাবক সদস্য]]
* মোঃ রহমান মন্ডল	[[অভিভাবক সদস্য]]
* মোঃ আঃ মজিদ সরকার	[[অভিভাবক সদস্য]]
* শ্রী কার্তিক চন্দ্র সরকার	[[প্রতিষ্ঠাতা সদস্য]]
* মোঃ আলতাফ হোসেন	[[দাতা সদস্য]]
* মোঃ ইমদাদুল হক এমদাদ	[[বিদ্যতসাহী সদস্য]]

== শিক্ষাক্রম ==
বানিয়াগাঁতি এস. এন. একাডেমী স্কুল এন্ড কলেজ জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে থাকে। জাতীয় শিক্ষাক্রমের নিয়মানুযায়ী ৯ম এবং ১১শ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান/বানিজ্য/মানবিক এই তিনটি বিভাগের যেকোন একটি নির্বাচন করা বাধ্যতামূলক এবং সে অনুযায়ী নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীদের নিজ পছন্দমত বিভাগ নির্বাচনের স্বাধীনতা রয়েছে ।
==শিক্ষকমণ্ডলী==
===স্কুল শাখা===
* কামরুল হাসান [[প্রধান শিক্ষক]]
 
===কলেজ শাখা===
*খন্দকার নজরুল ইসলাম [[অধ্যক্ষ]]

==মেধাবী ছাত্রবৃন্দ==
'৬ষ্ঠ শ্রেনী'
১। মোঃ জাহিদুল ইসলাম              
২। মোঃ আবু মুছা              
৩। মোঃ বিফাৎ সুলতানা 

৭ম শ্রেণীঃ 
১। বাসন্তী সরকার              
২। মোছাঃ জান্নাতুল ফেরদৌসী              
৩। মোছাঃ ফাল্গুনী খাতুন

৮ম শ্রেণীঃ 
১। মোঃ মাহবুব এ খোদা              
২। মোঃ রকিবুল হাসান              
৩। মোছাঃ সাদিয়া রেজা 

৯ম শ্রেণীঃ 
১। মোঃ নুর ইসলাম              
২। মোঃ জিয়াউর রহমান              
৩। মোঃ নাজমুল ইসলাম 

১০ম শ্রেণীঃ 
১। মোঃ ইমরান হোসেন                
২। মোছাঃ বিলকিছ খাতুন                
৩। মোঃ মাহমুদুল হাসান 

১২শ শ্রেণীঃ 
১। মোছাঃ আদুরী খাতুন                
২। মোছাঃ পারুল খাতুন                
৩। মোছাঃ পাপিয়া খাতুন<ref>https://belkuchi.sirajganj.gov.bd/site/education_institute/0f5bf3e0-1aba-11e7-8120-286ed488c766/বানিয়াগাঁতী%20এস.এন.%20একাডেমী%20(স্কুল%20এন্ড%20কলেজ)</ref>

==যোগাযোগ==
উপজেলা সদর থেকে রিক্সা, ভ্যান, মোটর সাইকেল, পায়ে হেটে।

পত্র যোগাযোগ :
অধ্যক্ষ,বানিয়াগাতী এস.এন একাডেমী (স্কুল এন্ড কলেজ)ডাকঃ চন্দনগাঁতী, উপজেলা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।

==বহিঃসংযোগ==

==তথ্যসূত্র==
{{সূত্র তালিকা}}