Revision 3129629 of "ক্বারী আমীর উদ্দিন আহমেদ" on bnwiki

{{তথ্যছক ব্যক্তি
| name           = ক্বারী আমীর উদ্দিন আহমেদ
| birth_date     = {{Birth date|1943|2|19|df=yes}} [[ছাতক উপজেলা]]
| birth_place    = [[সুনামগঞ্জ জেলা]], [[সিলেট বিভাগ]], [[বাংলাদেশ]]
| occupation     = '''মরমী [[সাধক]]'' [[গীতিকার]]
| nationality    = বাংলাদেশি [[Image:Flag of Bangladesh.svg|50px|right|link=http://en.wikipedia.org/wiki/Bangladesh]]
| ethnicity      = বাঙালি মুসলিম 
| religion       = মুসলিম
|বর্তমান ঠিকানা=লন্ডন, যুক্তরাজ্য|ফেইসবুক পেইজ=www.facebook.com/KariAmirUddinBD}}

'''ক্বারী আমীর উদ্দিন আহমেদ''' ([[জন্ম]] [[১৯]] ফেব্রুয়ারি [[১৯৪৩]]) বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী বাউল, সুরকার, গীতিকার ও কবি ।<ref name="সিলেটের মরমী" /> বর্তমান সময়ের শ্রেষ্ট বাউলদের মধ্যে অন্যতম ।<ref>সিলেট বিভাগের ইতিবৃত্ত, মোহাম্মদ মুমিনুল হক, গ্রন্থ প্রকাশকাল: সেপ্টেম্বর ২০০১ ।</ref>বাউল, ফকির, সুফি সাধক ও বাউলার কালের দিকপাল বলে অভিহিত । প্রায় সাড়ে চার হাজারের অধিক গানের রচয়িতা । <ref name="আমীরি" >আমিরী সংগীত [[https://amirishongit.com/জীবন-বৃত্তান্ত/]]</ref> <ref name="জীবন্ত" >'''ইউরোবাংলাসিলেট সংবাদ''' জীবন্ত কিংবদন্তী সুর সম্রাট বাউল ক্বারী আমির উদ্দিন, এম,এ আহমদ আজাদঃ — তারিখ, ৩\০১\১৮[[http://www.eurobanglasylhet.com/?p=7801]]</ref><ref name="বাংলা" >'''বাংলার ইতিবৃত্ত''' ড ঃ মোহাম্মদ মোমিনুল হক, প্রকাশক সিকদার আবুল বাশার, '''গতিধারা প্রকাশনী''' ৩২/২-ক বাংলাবাজার, ঢাকা, প্রকাশকাল অক্টোবর ২০০৬ ইংরেজী, পৃষ্টা ৫১১ ।</ref><ref name="বাংলা" /><ref name="সিলেটের মরমী" > '''সিলেটের মরমী মানস''' [[সৈয়দ মোস্তফা কামাল]], প্রকাশনায়- মহাকবি [[সৈয়দ সুলতান]] সাহিত্য ও গবেষণা পরিষদ, প্রকাশ কাল ২০০৯, পৃষ্টা ১৩৭ । </ref>

==পরিচিতি==
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে ১৯ ফেব্রোয়ারি ১৯৪৩ ইংরেজী সনে সাধক ফকির 'ক্বারী আমীর উদ্দিন আহমেদ' জন্ম গ্রহন করেন । তাঁর পিতার নাম শাহ মোঃ রুস্তুম আলী শেখ এবং মাতার নাম মোছাঃ আলিফজান বিবি ।  লেখা-পড়ার হাতেখড়ি গ্রামের '''আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়''' । পরে তিনি ইসলামিক জ্ঞান অর্জনের আসাকারচর মাদ্রাসাতে কিছু দিন, পরে ঘোষ গাঁও, লামাকাজি, ছাতক গণেশপুর মাদ্রাসায়ও লিখা পড়া করেন । কিন্তু কোন মাদ্রাসাতেই নিজেকে স্থির রেখে লিখা পড়ায় এগিয়ে যেতে পারেন নাই । যার ফলে তিনি পরবর্তীতে হাসনাবাদ মাদ্রাসায় চলে যান। সেখানে কিছুদিন পড়ে চলে যান হাউসা মাদ্রাসায়। অবশেষে সিলেট আলিয়া মাদ্রাসা ও সৎপুর কামিল মাদ্রাসায় লিখা পড়া করেন। সবশেষে ফুলতলী হতে “ক্বারীয়ানা” পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং তখন থেকেই নামের সাথে “ক্বারী” টাইটেল যুক্ত হয় । ক্বারী আমীর উদ্দিন আহমেদ বাইয়্যাত গ্রহন করেন সিলসিলায়ে ফুলতলীর অন্যতম কামিল পীর, মরহুম শাহ মুহাম্মদ আনাছ আলী (র) এর নিকট। 'আমীর উদ্দিন' উনার মুর্শিদ প্রদত্ত নাম । তাঁর আসল নাম ছিল মোঃ আমিরুল ইসলাম । <ref name="বাউল গান" > ক্বারী আমির উদ্দিন আহমদ বাউল গান [[https://baulagaan.com/2017/12/26/ক্বারী-আমীর-উদ্দিন-আহমেদ/]]</ref><ref name="জীবন্ত" />

==সঙ্গীত সাধনা==
পিতামাতার প্রেরণায় তিনি সঙ্গীত জগতে দশ বছর বয়সে পদার্পণ করেন। শৈশব থেকেই বিভিন্ন দেশীয় বাদ্যযন্ত্র যথা: বাঁশি, কাসি, মৃদঙ্গ, ঢোল, তবলা, একতারা, দোতরা, বেহালা, হারমোনিয়াম সহ সকল প্রাথমিক বাদ্যযন্ত্র ব্যবহারে দক্ষতা অর্জন করেন ।<ref name="সিলেটের মরমী" /> ১৯৬৩ ইংরেজী সন থেকে তিনি সঙ্গীত পরিবেশন করে আসছেন। <ref>ড্রিম সিলেট নেউজ[[http://dreamsylhet.com/2017/01/17/51134]]</ref>তিনি সব সময়ই নিজের লিখা ও সুরকরা গানগুলি নিজের কন্ঠে পরিবেশন করতেন । এছাড়া ও তিনি ব্যক্তিগত ভাবে [[শিতালং শাহ]], [[আরকুম শাহ]], [[জালাল উদ্দিন খাঁ]], [[কামাল উদ্দিন]], [[দুর্বিন শাহ]], শাহ [[আব্দুল করিম]], [[আছিম শাহ]], [[লালন শাহ]], [[ইব্রাহিম তশনা]] সহ অসংক মরমি কবি সাধকদের লিখা গান পরিবেশন করে আসছেন। বাঙালীজাতি ও সংস্কৃতির মূলে গান, বাজনা ও পালাগান ইত্যাদি এক অনন্য স্থান দখল করে আছে । যার বর্তমান রুপ হলো মালজোড়া । মালজোড়া গানের অপ্রতিদ্বন্দ্বী শিল্পী ক্বারী আমীর উদ্দিন আহমেদ ।<ref>বাংলাট্রিবিউন[[http://www.banglatribune.com/country/news/71677/অপসংস্কৃতির-কাছে-অসহায়-বাউলরা]]</ref> তিনি সর্বপ্রথম “বাউল মাফিজ আলী” নামের এক শিল্পীর সাথে মালজোড়া গান করেন। গানের ভুবনে আলোড়ন সৃষ্টিকারী বাউল ফকির ক্বারী আমীর উদ্দিন আহমেদ বিভিন্ন ধারার গানের পাশাপাশি সিলেটের আঞ্চলিক ভাষায় গান রচনায়ও বেশ কৃতিত্ব রেখেছেন। তাঁর প্রতিটি আঞ্চলিক গানই তত্ত্ব ও তথ্যে ভরপুর। প্রসঙ্গত ফকির ক্বারী আমীর উদ্দিনের একটি গান,
<Center>ওগো দিলবর আলীর মামী<br />
কার লাগি চিড়া কুট তুমি<br />
হিদিন কইলায় আমার গেছে বাড়ীত নায় তোমার স্বামী।<br />
মনের ঘাইল পবনের ছিয়া আসলে খুব দামী<br />
বখাইর মায় চিরা কুটইন ডাকাইয়া ধুমধুমি<br />
আমীর উদ্দিন কয়গো মামী হইয়াছি বদনামী।</center><br /><ref name="বাউল গান" />
মহান আল্লাহর সৃষ্টি মানব দেহ নিয়ে আল্লাহর কুদরতের প্রশংসা করতে গিয়ে তিনি গানের মাধ্যমে বলেছেন;
<Center>এই বিশ্ব বিজ্ঞান পরাজিত<br />
আজব গাড়ি কে বানায় ।<br />
চৌদ্দ তলার উচু গাড়ি,<br />
চালায় দুইচাক্কায়, সুজন বন্ধুয়ায় ।</center><br /><ref name="আমীরি" />

==বিখ্যাত শিল্পীদের কন্ঠে আমিরী সঙ্গীত==
*বাংলাদেশের জনপ্রিয় শিল্পী [[মমতাজ বেগম]]--- ''' লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে''' --। [[https://www.youtube.com/watch?v=hHBIgVsqKTI]]<br />
*জন প্রিয় শিল্পী '''আশিক''' 'হেলায় হেলায় কার্জ নষ্ট'' [[https://www.youtube.com/watch?v=JySPPVsn1Hs]]
*বিখ্যাত শিল্পী '''ফকির শাহাবুদ্দিন''' কে এমন চাঁদ রূপসী, যাদু ভরা মুখের হাসি----। [[https://www.youtube.com/watch?v=Tf2xjBSVLPo]]

==হামদ ও নাত==
{{col-begin}}
{{col-break}}
তাঁর লিখা অসংক জনপ্রিয় গানের শ্রেষ্ট হামদ্ -<br />

এতো সুন্দর করে' এই যে বসুন্ধরা, রেখেছো হে আল্লাহ সাজাইয়া<br />
যেখানে যা সাজে তাই দিয়া । <br />
কত বর্ণ' কত যে গন্ধ, খ্যাতি অখ্যাতি ভাল আর মন্দ <br />
অগনিত জ্ঞানীর ও লেগেছে দন্ধ, বিচিত্র এই অপরূপ হেরিয়া ।। <br />
যেখানে যা সাজে তাই দিয়া ।<br />
মহাবিখ্যাত তুমি, হে শ্রেষ্ঠ জগত স্বামী <br />
উপগত হে' তোমারে জানি । <br />
অনন্ত অপার' মহিমা তোমার, মহা উপকারিতা আছে মানি ।<br />
উপকৃত সবই' চাওয়ার আগে দানী, অসম্যক কিছুই না রাখিয়া ।। <br />
যেখানে যা সাজে তাই দিয়া ।<br />

বিশ্ব অসমতল, রেখেছো জল স্থল<br /> 
শ্রেণীহীন আল্লাহ, রয়েছ একক । <br />
অসম সাহসী' অব্যক্ত দর্শী, যত সব সৃষ্টির ললাট লেখক । <br />
জ্বীন ইনছান তরে' মহা অধিষ্টায়ক, বেহেস্ত দুজখ নিয়েছ বানাইয়া।। <br />
যেখানে যা সাজে তাই দিয়া ।<br />

অসীম তব কৃপা, স্মৃতি অতিরুপা <br />
বন্ধন হতে তুমি, মহা মুক্ত । <br />
সোহাগ সোহম, প্রীতি মনোরম, তব কাজ গুলা অতি অনুরক্ত । <br />
বহুরূপী অনেক' করেছো নিযুক্ত, স্থানে স্থানে দিয়েছ রাখিয়া ।। <br />
যেখানে যা সাজে তাই দিয়া ।<br />

সৃষ্টি স্থিতি লয়, যখন যাহা হয় <br />
আছো বিশ্বময়' প্রানে প্রানে । <br />
নাহি কারো প্রতিবাদ' তুমি নিরপরাধ, সৃষ্টির কোলে আছো নিরজনে । <br />
তব কৃপা চাহে আমীর উদ্দিনে, (রাখো) ভক্তের আশ্রয় দান করিয়া ।। <br />
যেখানে যা সাজে তাই দিয়া । <br />
{{col-break}}

ক্বারী আমীর উদ্দিনের লিখা একটি নাতে রাসুল (সাঃ) <br />

লা’ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাছুল<br />
হৃদয় বাগানে ফুটে ঈমানের ফুল<br />
দুরুদ পড়রে মোমিন ভাই।।<br />
একা ছিলেন আল্লা পাক’ গুপনের গুপন<br />
আল্লা গুপনের গুপন<br />
মোহাম্মদি নূরে করলেন, সকলি সৃজন।।<br />
দুরুদ পড়রে মোমিন ভাই।<br />
আউয়ালে বানাইয়া আল্লায়’ হাবীব ডাকিল<br />
আল্লায় হাবীব ডাকিল<br />
আরবিতে মানব তন, মোহাম্মদ বানাইল।।<br />
দুরুদ পড়রে মোমিন ভাই।<br />
দুরুদ অমূল্য ধন’ যে করে আমল<br />
দুরুদ যে করে আমল<br />
সার্থক জিন্দেগি তাঁর, মরণ সফল।।<br />
দুরুদ পড়রে মোমিন ভাই।<br />
ইয়ুছাল্লুনা আলান্নাবিয়্যি’ রইয়াছে কোরানে<br />
আয়াত রইয়াছে কোরানে<br />
আল্লায় নিজে দুরুদ ভেজে, কইন আমীর উদ্দিনে।।<br />
দুরুদ পড়রে মোমিন ভাই।<br />
{{col-end}}<ref name="আমীরি" />


==গ্রন্থ==
* আমিরী সঙ্গীত ১ম ও ২য় খণ্ড
* আমিরী সঙ্গীত ৩য় ও ৪র্থ খণ্ড<ref name="সিলেটের মরমী" />


==তথ্যসূত্র==





[[বিষয়শ্রেণী:বাংলাদেশী গীতিকার]]
[[বিষয়শ্রেণী:বাঙালি সুরকার]]
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী কণ্ঠশিল্পী]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী সঙ্গীত ব্যক্তিত্ব]]
[[বিষয়শ্রেণী:বাংলাদেশী পুরুষ সঙ্গীতজ্ঞ]]
[[বিষয়শ্রেণী:বাউল]]
<references group="ক্বারী আমীর উদ্দিন আহমেদ এর ফেইসবুক পেইজ" responsive="" />
<references group="Kari Amir Uddin Ahmed" responsive="" />