Difference between revisions 20140 and 20334 on bnwikisource{{Header |title= অবাক জলপান |section = |previous = |next = |notes = |author =সুকুমার রায়}} <div style="font-size:0.9em" align="center"> পাত্রগণ ।: পথিক । ঝুড়িওয়ালা । প্রথম বৃদ্ধ । দ্বিতীয় বৃদ্ধ । ছোকরা । খোকা । মামা । </div> <div style="font-size:1.5em" align="center"> '''প্রথম দৃশ্য''' রাজপথ </div> (contracted; show full) পথিক । তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন‒ আপাতত এখন এই তেষ্টার সময়, যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে‒ বৃদ্ধ । তাহলে বাপু তোমার গাঁয়ে বসে জল খেলেই ত পারতে? পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? 'যা হয় একটা হলেই হল' ও আবার কি রকম কথা? আর অমন তচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয়, খেও না- বাস্। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসিনে। হ্যা ঁঃ- রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধের প্রস্থান পাশের এক বাড়ির জানলা খুলিয়া আর এক বৃদ্ধের হসিমুখ বাহির করণ বৃদ্ধ । কি হে? এত তর্কাতর্কি কিসের? (contracted; show full) মামা । আ হা হা! কি উৎসাহ! শুনেও সুখ হয়। এ রকম জানবার আকাঙ্খা কজনের আছে, বলুন ত? বসুন! বসুন! (কতকগুলি ছবি, বই আর এক টুকরা খড়ি বাহির করিয়া ) জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার, জল কাকে বলে, জলের কি গুণ‒ পথিক । আজ্ঞে, একটু খাবার জল যদি‒ মামা । আসছে‒ ব্যস্ত হবেন না। একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন‒ মামা বোর্ডে খড়ি দিয়া লিখিলেন H<sub>2</sub> +O= + O = H<sub>2</sub>O পথিক । এই মাটি করেছে! মামা । বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয়‒ হাইড্রোজেন আর অক্সিজেন। আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হল জল! শুনছেন তো? পথিক । আজ্ঞে হ্যাঁ, সব শুনছি। কিন্তু একটু খাবার জল যদি দেন, তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। (contracted; show full) পথিকের দ্রুত প্রস্থান পাশের গলিতে কে সুর করিয়া হাঁকিতে লাগিল‒ '''অবাক জলপান''' </div> [[বিষয়শ্রেণী:নাটক]] [[বিষয়শ্রেণী:সুকুমার রায়ের নাটক]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikisource.org/w/index.php?diff=prev&oldid=20334.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|