Difference between revisions 20431 and 20432 on bnwikisource

{{Header
 |title= [[শ্রীশ্রীহরি লীলামৃত]]
 |section = [[শ্রীশ্রীহরি লীলামৃত/হরিচাঁদ-রূপ-বর্ণনা|পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদের রূপ বর্ণনা]]
 |previous = [[শ্রীশ্রীহরি লীলামৃত]]
 |next = [[শ্রীশ্রীহরি লীলামৃত/হরিচাঁদ-দ্বাদশ-আজ্ঞা|ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদের দ্বাদশ আজ্ঞাঃ]]
  |notes = 
|author =শ্রীমৎ স্বামী তারক চন্দ্র সরকার}}
<br />
<div style="padding-left:2em;font-size:1.3em">
<poem>
<center>
<div style="text-align: center; font-size: 20pt; line-height: 1em;">'''পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদের রূপ বর্ণনা'''</font></div>
<br />
উর্দ্ধ‌ভাবে সুশোভিত রেখা হাতে পায়।
ধ্বজ বজ্রাংকুশ আর অহিফণা তায়।।
শঙ্খ চক্র মিন জম্বু নামে যেই ফল।
কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল।।
গজস্কন্ধ কোকনদ কর পদতল।
নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল।।
নখ চিক্কন ত্বক চিক্কন নাভী সুগভীর।
আজানু লম্বিত বাহু কোমল শরীর।।
চক্ষু কোন শিরা লাল পলাশ লোচন।
দক্ষিণ অঙ্গে রক্ত তিল রক্তিম বরণ।।
সুচিক্কন জোড়া ভুরু কাদম্বিনী সম।
ঈশ্বর বত্রিশ চিহ্ন নর লীলাত্তম।।
সুধাবন্ত ছত্র আর সুধাকর যব।
ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব।।
এর ১, ২, ৩, চিহ্ন দেখিবে যাহারে।
ততখানি  অংশ বলি জানিবে তাহারে।।
</center>
</poem>
</div>


[[বিষয়শ্রেণী:শ্রীশ্রীহরি লীলামৃত]]