Difference between revisions 20538 and 20545 on bnwikisource{{Header |title= [[শ্রীশ্রীহরি লীলামৃত]] |section = |previous = |next = [[শ্রীশ্রীহরি লীলামৃত/হরিচাঁদ-রূপ-বর্ণনা|পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদের রূপ বর্ণনা]] |notes = <center><big>১৩২৩ সালে মুদ্রিত আদি '''<big><big>'''<big>==== শ্রীশ্রীহরি লীলামৃত ====</big>'''</big></big>''' "সিদ্ধান্ত পুরাণ"</big></center> <br /> <center>উৎসর্গপত্র</center> “উৎসর্গপত্র নামমাত্র শুনিয়াছি । কিন্তু; কাহাকে বলে, তাহা জানিনা, কিরূপে করিতে হয়, তাহা জানিনা, সেকি আন্তরিক না বাহ্যিক তাহাও জানিনা, তবে কি ক’রে উৎসর্গপত্র লিখিব । বিশেষতঃ যাহাকে উদ্দেশ্য করিয়া, বা, এই গ্রন্থ দিব বলিয়া, “উৎসর্গপত্র” লিখিতে হয়, এই ব্রহ্মাণ্ড যে, তাঁরই সৃষ্ট; সুতরাং ক্ষিত্যপ্তেজমরুদ্যোম বা তজ্জাত আব্রহ্ম স্তম্বপর্যন্ত সবই তাঁর । অতএব যাহার জিনিস তাঁহাকে দেওয়া এ আবার কেমন “উৎসর্গপত্র” । <br />⏎ প্রকৃতপক্ষে এ পাগলামি বই আর কিছুই নয় । তবে এক কথা, মনিবের কোন দ্রব্য, ভৃত্যের হাতে অর্পিত হইলে, ভৃত্য কর্তৃক তাহা নষ্টিভূত বা রূপান্তরিত হইলে, তাহা ফিরাইয়া দেওয়ার সময়, যেমন মনিবকে জানাইয়া দিতে হয়; তাই, ম্লানমুখে, তোমার উদ্দেশ্যে, তোমার লীলাগীতি “শ্রীশ্রীহরি লীলামৃত” শিরোপরে লইয়া হাজির হইয়াছি । জগৎপিতঃ ? তুমি ইহা গ্রহণ করিবে কি ? ইহাতে আমার কিছুই নাই । তোমার চিরস্নেহের সেই তারকের মানস-উদ্যান-প্রসূত গোলাপপুষ্পরাজী, তোমার সেই মহানন্দের চিরআকাঙ্ক্ষিত, নন্দনকাননজাত-পুষ্পরাজ পারিজাত । আমি আজ্ঞাবহ দাস তব, (contracted; show full):::* বন্দনা :::* বন্দনা [[বিষয়শ্রেণী:শ্রীশ্রীহরি লীলামৃত]] [[বিষয়শ্রেণী:শ্রীমৎ স্বামী তারক চন্দ্র সরকার]] [[বিষয়শ্রেণী:মতুয়া সাহিত্য]] [[বিষয়শ্রেণী:ধর্মগ্রন্থ]] [[বিষয়শ্রেণী:হিন্দুধর্ম]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikisource.org/w/index.php?diff=prev&oldid=20545.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|