Difference between revisions 20920 and 21117 on bnwikisource

{{BnHeader
|title=বিষম চিন্তা
|section = 
|previous =[[অবুঝ]]
|next =  [[হরিষে বিষাদ]]
|notes = 
|author =সুকুমার রায়}}

<div style="padding-left:2em;font-size:1.3em">
<poem>
<center>মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার-
সবাই বলে, মিথ্যে বাজে বকিস্‌নে আর খবরদার!
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় "গো গর্দভ!"
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই?
গরম তোলে ফোড়ন দিলে লাফায় কেন তাধেই ধেই
সোডার বোতল খুললে কেন ফঁসফঁসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাকা পড়ে?
ভুত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেধেছে তাদের কেন "পাগোল" কয়?
কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই।</center>
</poem>
</div>

[[বিষয়শ্রেণী:ছড়া]]
[[বিষয়শ্রেণী:খাই খাই]]
[[বিষয়শ্রেণী:সুকুমার রায়]]
[[বিষয়শ্রেণী:সুকুমার রায়ের ছড়া]]