Difference between revisions 21029 and 21030 on bnwikisource{{BnHeader |title=খাই খাই |section = |previous = [[খাই খাই (ছড়াগ্রন্থ)|সূচিপত্র]] |next = [[দাঁড়ের কবিতা]] |notes = [[খাই খাই]] |author =সুকুমার রায়}} <div style="padding-left:2em;font-size:1.3em"> <poem> <center>খাই খাই কর কেন, এস বস আহারে - খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড় করে আনি সব,- থাক সেই আশাতে। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য, রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি, আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে- খুঁজে পেতে আনি খেতে- নয় বড় সিধে সে! জল খায়, দুধ খায় যত পানীয়, জ্যাঠাছেলে বিড়ি খায়, কান ধরে টানিও। ফল বিনা চিঁড়ে দৈ, ফলাহার হয় তা, জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা। ব্যাঙ খায় ফরাসিরা (খেতে নয় মন্দ), বার্মার 'ঙাম্পিতে' বাপ্রে কি গন্ধ! মান্দ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কন্ঠ, জাপানেতে খায় নাকি ফড়িঙের ঘন্ট! আরশুলা মুখে দিয়ে সুখে খায় চীনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা। দেখে শুনে চেয়ে খাও, যেটা চায় রসনা ; তা না হলে কলা খাও- চটো কেন? বস না- সবে হল খাওয়া শুরু শোন শোন আরো খায়- সুদ খায় মহাজনে, ঘুষ খায় দারোগায়। বাবু যান হাওয়া খেতে চড়ে জুড়ি-গাড়িতে, খাসা দেখ 'খাপ্ খায়' চাপকানে দাড়িতে। তেলে জলে মিশ খায় শুনেছ তা কেও কি? যুদ্ধে যে গুলি খায় গুলিখোর সেও কি? [[File:khaikhai.jpg|left]] ডিঙি চড়ে স্রোতে প'ড়ে পাক খায় জেলেরা, ভয় খেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা ; বেত খেয়ে কাঁদে কেউ, কেউ শুধু গালি খায়, কেউ খায় থতমত- তাও লিখি তালিকায়। ভিখারিটা তাড়া খায়, ভিখ্ নাহি পায় রে- 'দিন আনে দিন খায়' কত লোকে হায়ে রে। হোঁচটের চোট খেয়ে খোকা ধরে কান্না, মা বলেন চুমু খেয়ে, 'সেরে গেছে, আর না।' ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, কিলচড় লাথি ঘূঁষি হয় তার খাদ্য। জুতো খায়, গুঁতো খায়, চাবুক যে খায় রে, তবু যদি নুন খায় সেও গুণ গায় রে। গরমে বাতাস খাই, শীতে খাই হিম্ সিম্, পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিম্ঝিম্ । কত যে মোচড় খায় বেহালার কানটা, কানমলা খেলে তবে খোলে তার গানটা। টোল খায় ঘটি বাটি, দোল খায় খোকারা, ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা। আকাশেতে কাৎ হ'য়ে গোঁৎ খায় ঘুড়িটা, পালোয়ান খায় দেখ ডিগবাজি কুড়িটা। ফুটবলে ঠেলা খাই, ভিড়ে খাই ধাক্কা, কাশীতে প্রসাদে খেয়ে সাধু হই পাক্কা! কথা শোন, মাথা খাও , রোদ্দুরে যেয়ো না- আর যাহা খাও বাপু বিষমটি খেও না। ফেল্ করে মুখ খেয়ে কেঁদেছিল সেবারে, আদা- নুন খেয়ে লাগো পাশ কর এবারে। ভ্যাবাচ্যাকা খেও নাকো, যেয়ো নাকো ভড়কে, খাওয়াদাওয়া শেষ হলে বসে খাও খড়্কে । এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা- খাও তবে কচু পোড়া, খাও তবে ঘন্টা।</center> </poem> </div> [[বিষয়শ্রেণী:ছড়া]] [[বিষয়শ্রেণী:খাই খাই]] All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikisource.org/w/index.php?diff=prev&oldid=21030.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|