Difference between revisions 21136 and 24511 on bnwikisource

{{BnHeader
|title=গ্রীষ্ম
|section = 
|previous =[[নন্দগুপি]]
|next =  [[বর্ষার কবিতা]]
|notes = 
|author =সুকুমার রায়}}

<div style="padding-left:2em;font-size:1.3em">
<poem>
<center>সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষশেষে রুদ্রবেশে 
আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোকে ধরার চোখে। 
তাপিয়ে গগন কাঁপিয়ে ভুবন মাত্‌ল তপন নাচল পবন। 
রৌদ্র ঝলে আকাশতলে অগ্নি জ্বলে জলে স্থলে। 
ফেল্‌ছে আকাশ তপ্ত নিশাস ছুটছে বাতাস ঝলসিয়ে ঘাস, 
ফুলের বিতান শুকনো শ্মশান যায় বুঝি প্রা হায় ভগবান। 
দারুণ তৃষায় ফিরছে সবায় জল নাহি পায় হায় কি উপায়, 
তাপের চোটে কথা না ফোটে হাপিয়ে ওঠে ঘর্ম ছোটে। 
বৈশাখী ঝড় বাধায় রগড় করে ধড়্‌ফড়্ ধরার পাঁজর, 
দশ দিক হয় ঘোর ধুলিময় জাগে মহাভয় হেরি সে প্রলয়। 
করি তোলপাড় বাগান বাদাড় ওঠে বারবার ঘন হুন্কার, 
শুনি নিয়তই থাকি থাকি ওই হাঁকে হৈ হৈ মাভৈ মাভৈঃ। 
</center>
</poem>
</div>

[[বিষয়শ্রেণী:ছড়া]]
[[বিষয়শ্রেণী:খাই খাই]]
[[বিষয়শ্রেণী:সুকুমার রায়ের ছড়া]]
[[বিষয়শ্রেণী:সুকুমার রায়]]