Difference between revisions 945367 and 1545451 on bnwikisource

{{শীর্ষক
|শিরোনাম=গ্রীষ্ম
|আদ্যক্ষর=গ
|অনুচ্ছেদ = 
|পূর্ববর্তী =[[নন্দগুপি]]
|পরবর্তী =  [[বর্ষার কবিতা]]
|টীকা = 
|লেখক     =
|বছর       = 
|প্রবেশদ্বার     =
|বিষয়শ্রেণী =সুকুমার রায়}}

<div style="padding-left:2em;">
<poem>
<center>সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষশেষে রুদ্রবেশে 
আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোঁকে ধরার চোখে। 
তাপিয়ে গগন কাঁপিয়ে ভুবন মাত্‌ল তপন নাচল পবন। 
রৌদ্র ঝলে আকাশতলে অগ্নি জ্বলে জলে স্থলে। 
ফেল্‌ছে আকাশ তপ্ত নিশাস ছুটছে বাতাস ঝলসিয়ে ঘাস, 
ফুলের বিতান শুকনো শ্মশান যায় বুঝি প্রাণ হায় ভগবান। 
দারুণ তৃষায় ফিরছে সবায় জল নাহি পায় হায় কি উপায়, 
তাপের চোটে কথা না ফোটে হাঁপিয়ে ওঠে ঘর্ম ছোটে। 
বৈশাখী ঝড় বাধায় রগড় করে ধড়্‌ফড়্ ধরার পাঁজর, 
দশ দিক হয় ঘোর ধুলিময় জাগে মহাভয় হেরি সে প্রলয়। 
করি তোলপাড় বাগান বাদাড় ওঠে বারবার ঘন হুংকার, 
শুনি নিয়তই থাকি থাকি ওই হাঁকে হৈ হৈ মাভৈ মাভৈঃ। 
</center>
</poem>
</div>

<pages index="সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খন্ড.djvu" from=1 to=1/>


[[বিষয়শ্রেণী:খাই খাই]]
[[বিষয়শ্রেণী:সুকুমার রায়ের ছড়া]]
[[বিষয়শ্রেণী:সুকুমার রায়]]