Revision 20112 of "উইকিসংকলন:বাংলা ভাষায় পাবলিক ডোমেইন লেখা সমূহ" on bnwikisource[[প্রধান পাতা:বাংলা|<--প্রধান পাতা]]
এটি বাংলা ভাষায় রচিত পাবলিক ডোমেইন সাহিত্যকর্মসহ সকল লেখার একটি তালিকা রয়েছে, যার লেখকের মৃত্যুর ৬০ বছর অতিক্রম করেছে।
== সাহিত্য ==
=== চর্যাপদ ===
=== শ্রীকৃষ্ণকীর্তন ===
=== রামায়ণ ===
=== মহাভারত ===
=== বৈষ্ণব পদাবলি ===
=== শাহ মুহম্মদ সগীর ===
* ইউসুফ-জোলেখা
=== দৌলত উজির বাহরাম খান ===
* লায়লী-মজনু
=== দৌলত কাজী ===
* লোর চন্দ্রাণী
* মায়া
=== আলাওল ===
* পদ্মাবতী
* সয়ফুলমুলুক-বদিউজ্জামাল
=== নয়াজিস খান ===
গুলে বকাওলী
=== মীর মোশাররফ হোসেন ===
* বিষাদ-সিন্ধু
* গাজী মিয়ার বস্তানি
=== রবীন্দ্রনাথ ঠাকুর ===
* [[বলাকা]]
* [[গীতাঞ্জলি]]
* তিন কন্যা
* [[গল্পগুচ্ছ]]
* [[:W:bn:রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্ম|রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্ম]]
=== অজিতকুমার চক্রবর্তী ===
* রবীন্দ্রনাথ
* কাব্যপরিক্রমা
* মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
* রামমোহন চরিত
=== বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ===
* [[:W:bn:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কর্ম|বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কর্ম]]
=== রায়গুনাকর ভারতচন্দ্র ===
* অন্নদামঙ্গল কাব্য
=== মাইকেল মধুসূদন দত্ত ===
* চতুর্দশপদী কবিতাবলী
সূচীপত্র
১- উপক্রম
২
৩- বঙ্গভাষা
৪- কমলে কামিনী
১৫- যশের মন্দির
১৬- কবি
১- উপক্রম
যথাবিধি বন্দি কবি, আনন্দে আসরে,
কহে, জোড় করি কর, গৌড় সুভাজনে;—
সেই আমি, ডুবি পূর্বে ভারত‐সাগরে,
তুলিল যে তিলোত্তমা‐মুকুতা যৌবনে;—
কবি‐গুরু বাল্মীকির প্রসাদে তৎপরে,
গম্ভীরে বাজায়ে বীণা, গাইল, কেমনে,
নাশিলা সুমিত্রা‐পুত্র, লঙ্কার সমরে,
দেব‐দৈত্য‐নরাতঙ্ক— রক্ষেন্দ্র‐নন্দনে;
কল্পনা দূতীর সাথে ভ্রমি ব্রজ‐ধামে
শুনিল যে গোপিনীর হাহাকার ধ্বনি,
(বিরহে বিহ্বলা বালা হারা হয়ে শ্যামে;)—
বিরহ‐লেখন পরে লিখিল লেখনী
যার, বীর জায়া‐পক্ষে বীর পতি‐গ্রামে,
সেই আমি, শুন, যত গৌড়‐চূড়ামণি!—
২
ইতালি, বিখ্যাত দেশ, কাব্যের কানন,
বহুবিধ পিক যথা গায় মধুস্বরে,
সঙ্গীত‐সুধার রস করি বরিষণ,
বাসন্ত আমোদে আমোদ মন পূরি নিরন্তরে;—
সে দেশে জনম পূর্বে করিলা গ্রহণ
ফ্রাঞ্চিস্কো পেতরাকা কবি; বাক্দেবীর বরে
বড়ই যশস্বী সাধু, কবি‐কুল‐ধন,
রসনা অমৃতে সিক্ত, স্বর্ণ বীণা করে।
কাব্যের খনিতে পেয়ে এই ক্ষুদ্র মণি,
স্বমন্দিরে প্রদানিলা বাণীর চরণে
কবীন্দ্র: প্রসন্নভাবে গ্রহিলা জননী
(মনোনীত বর দিয়া) এ উপকরণে।
ভারতে ভারতী‐পদ উপযুক্ত গণি,
উপহাররূপে আজি অরপি রতনে॥
৩- বঙ্গভাষা
হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;—
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর‐ধন‐লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ,
মজিনু বিফল তপে অবরেণ্যে বরি;—
কেলিনু শৈবালে; ভুলি কমল‐কানন!
স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে—
“ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী‐দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ‐ভাষা‐রূপে খনি, পূর্ণ মণিজালে॥
৪- কমলে কামিনী
কমলে কামিনী আমি হেরিনু স্বপনে
কালিদহে। বসি বামা শতদল‐দলে
(নিশীথে চন্দ্রিমা যথা সরসীর জলে
মনোহরা।) বাম করে সাপটি হেলনে
গজেশে, গ্রাসিছে তারে উগরি সঘনে
গুঞ্জরিছে অলিপুঞ্জ অন্ধ পরিমলে,
বহিছে দহের বারি মৃদু কলকলে!—
কার না ভোলে রে মনঃ, এহেন ছলনে!
কবিতা‐পঙ্কজ‐রবি, শ্রীকবিকঙ্কণ,
ধন্য তুমি বঙ্গভূমে! যশঃ‐সুধাদানে
অমর করিলা তোমা অমরকারিণী
বাগ্দেবী! ভোগিলা দুখ জীবনে, ব্রাহ্মণ,
এবে কে না পূজে তোমা, মজি তব গানে?—
বঙ্গ‐হৃদ‐হ্রদে চণ্ডী কমলে কামিনী॥
১৫- যশের মন্দির
সুবর্ণ‐দেউল আমি দেখিনু স্বপনে
অতি‐তুঙ্গ শৃঙ্গ শিরে! সে শৃঙ্গের তলে,
বড় অপ্রশস্ত সিঁড়ি গড়া মায়া‐বলে,
বহুবিধ রোধে রুদ্ধ উর্দ্ধগামী জনে!
তবুও উঠিতে তথা— সে দুর্গম স্থলে—
করিছে কঠোর চেষ্টা কষ্ট সহি মনে
বহু প্রাণী। বহু প্রাণী কাঁদিছে বিকেলে,
না পারি লভিতে যত্নে সে রত্ন‐ভবনে।
ব্যথিল হৃদয় মোর দেখি তা সবারে।—
শিয়রে দাঁড়ায়ে পরে কহিলা ভারতী,
মৃদু হাসি; “ওরে বাছা, না দিলে শকতি
আমি, ও দেউলে কার সাধ্য উঠিবারে?
যশের মন্দির ওই; ওথা যার গতি,
অশক্ত আপনি যম ছুঁইতে রে তারে!”
১৬- কবি
কে কবি— কবে কে মোরে? ঘটকালি করি,
শবদে শবদে বিয়া দেয় যেই জন,
সেই কি সে যম‐দমী? তার শিরোপরি
শোভে কি অক্ষয় শোভা যশের রতন?
সেই কবি মোর মতে, কল্পনা সুন্দরী
যার মনঃ‐কমলেতে পাতেন আসন,
অস্তগামি‐ভানু‐প্রভা‐সদৃশ বিতরি
ভাবের সংসারে তার সুবর্ণ‐কিরণ।
আনন্দ, আক্ষেপ ক্রোধ, যার আজ্ঞা মানে
অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা‐বলে;
নন্দন‐কানন হতে যে সুজন আনে
পারিজাত কুসুমের রম্য পরিমলে;
মরুভূমে— তুষ্ট হয়ে যাহার ধেয়ানে
বহে জলবতী নদী মৃদু কলকলে!
=== সুকান্ত ভট্টাচার্য ===
* [[ছাড়পত্র]]
* [[ঘুম নেই]]
* [[পূর্বাভাস]]
* [[অভিযান]]
* [[মিঠে-কড়া]]
* হরতাল
=== উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ===
* গুপি-গাইন-বাঘা-বাইন
* [[টুনটুনির বই]]
=== সুকুমার রায় ===
* [[আবোল তাবোল]]
* [[পাগলা দাশু]]
* [[খাই খাই]]
* [[অবাক জলপান]]
* লক্ষণের শক্তিশেল
* ঝালাপালা
* [[হযবরল]]
* চলচ্চিত্তচঞ্চরী
=== মুহাম্মদ কবীর ===
* মধুমালতী
=== বড়ু চন্ডীদাস ===
* শ্রীকৃষ্ণকীর্তন
=== সাবিরিদ খান ===
* হানিফা-কায়রাপরী
* বিদ্যাসুন্দর
=== বেগম রোকেয়া ===
* সুলতানার স্বপ্ন
* পদ্মরাগ
* অবরোধবাসিনী
* মতিচুর
=== ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ===
* বেতাল পঞ্চবিংশতি
* বাংলার ইতিহাস
* জীবনচরিত
* শকুন্তলা
* মহাভারত
* সীতার বনবাস
* ভ্রান্তিবিলাস
* অতি অল্প হইল
* আবার অতি অল্প হইল
* ব্রজবিলাস
* রত্নপরীক্ষা
=== রাজনারায়ণ বসু ===
* রাজনারায়ণ বসুর বক্তৃতা (১ম ভাগ-১৮৫৫, ২য় ভাগ-১৮৭০)
* ব্রাহ্ম সাধন (১৮৬৫)
* ধর্মতত্ত্বদীপিকা (১ম ভাগ-১৮৬৬, ২য় ভাগ-১৮৬৭)
* আত্মীয় সভার সদস্যদের বৃত্তান্ত (১৮৬৭)
* হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা (১৮৭৩)
* সেকাল আর একাল (১৮৭৪)
* ব্রাহ্মধর্মের উচ্চ আদর্শ ও আমাদিগের আধ্যাত্মিক অভাব (১৮৭৫)
* হিন্দু অথবা প্রেসিডেন্সি কলেজের ইতিবৃত্ত (১৮৭৬)
* বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা (১৮৭৮)
* বিবিধ প্রবন্ধ (১ম খন্ড-১৮৮২)
* তাম্বুলোপ হার (১৮৮৬)
* সারধর্ম (১৮৮৬)
* বৃদ্ধ হিন্দুর আশা (১৮৮৭)
* রাজনারায়ণ বসুর আত্মচরিত (১৯০৯)
=== গিরিশ চন্দ্র সেন ===
* পরমহংসের উক্তি ও জীবনী। এই গ্রন্থে ১৮৪ টি বাণী আছে। প্রকাশকাল ২৪ ফেব্রুয়ারি, ১৮৯৩।
* ইমাম হাসান ও হোসাইন। প্রকাশকাল ১ জানুয়ারি, ১৯০১।
* বিশ্বাসী সাধক গিরিন্দ্রনাথ। প্রকাশকাল ২৭ সেপ্টেম্বর, ১৯০৩।
* চারিজন ধর্মনেতা [প্রথম চার খলিফা, তথা হযরত আবুবকর সিদ্দিক (রা.), হযরত ওমর (রা.), হযরত ওসমান (রা.) এবং হযরত আলী (রা.)]-এর জীবনী। প্রকাশকাল ২৫ জুলাই, ১৯০৬।
* সতীচরিত্র ( মহারাণী শরৎ সুন্দরী দেবী-র জীবনী। প্রকাশকাল ২৫ জানুয়ারি, ১৯১১। মৃত্যুর পর প্রকাশিত।
* চারি সাধ্বী মোসলমান নারী ( হযরত খোদেজা, ফাতেমা, আয়েশা ও রাবেয়ার জীবনী। মৃত্যুর পর প্রকাশিত।
* তত্ত্ব কুসুম (ধর্মবিষয়ক প্রবন্ধ সংকলন)। প্র্রকাশকাল ২০ এপ্রিল, ১৮৮২।
* তত্ত্বরত্নমালা (ফারসি ভাষা থেকে ধর্মীয় নীতিকথার অনুবাদ)। প্রকাশকাল ২৭ সেপ্টেম্বর, ১৮৮২।
* ১৮৮৫ সালের ৮ আইনের সহজ বাংলা অনুবাদ (দুখন্ড)। প্রকাশকাল ২৪ নভেম্বর, ১৮৮৫।
* নববিধান প্রেরিতগণের প্রতিনিধি (ব্রাহ্মধর্মের নববিধান সংঘের কার্যক্রমবিষয়ক গ্রন্থ)। প্রকাশকাল ২৪ জানুয়ারি, ১৮৮৭।
* নববিধান কি?। প্রকাশকাল ২৪ ব্জানুয়ারি, ১৮৮৭।
* তত্ত্ব সন্দর্ভমালা (নববিধানের মূলতত্ত্ব)। প্রকাশকাল ২৭ আগস্ট, ১৮৯৩।
* কাব্যলহরী (পাঠ্যপুস্তক : কবিতা)। প্রকাশকাল ১৮ জুন, ১৮৯৭।
* দরবেশী (তাসাউফ)। প্রকাশকাল ১৯ এপ্রিল, ১৯০২।
* ধর্মবন্ধুর প্রতি কর্তব্য (বিবিধ)। প্রকাশকাল ২২ মার্চ, ১৯০৬।
* আত্নজীবনী। প্রকাশকাল ১৯০৭।
* মহালিপি (পারস্যের শরাফত-আল-দীন আহমদ মালিরির পত্রাবলীর অনুবাদ। প্রকাশকাল ১৯০৯।
=== ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ===
* ফোকলা দিগম্বর
* পাপের পরিণাম
* ডমরু-চরিত
* বাঙ্গাল নিধিরাম
* বীরবালা
* লুল্লু
* নয়নচাঁদের ব্যবসা
* কঙ্কাবতী
* সোনা করা যাদুগরের গল্প
* ভানুমতী ও রুস্তম
* জাপানের উপকথা
* পূজার ভূত
* পিঠে-পার্বনে চীনে ভূত
* বিদ্যাধরীর অরুচী
* মেঘের কোলে ঝিকিমিকি সতী হাসে ফিকিফিকি
* এক ঠেঙো-ছকু
* মুক্তা-মালা
* এ ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ প্রোডাক্টস
* এ হ্যান্ডবুক অফ ইন্ডিয়ান প্রোডাক্টস
* এ লিস্ট অফ ইন্ডিয়ান ইকনমিক প্রোডাক্টস
=== বিহারীলাল চক্রবর্তী ===
* প্রেম প্রবাহিনী (১৮৭০)
* বঙ্গসুন্দরী (১৮৭০)
* নিসর্গ সন্দর্শন (১৮৭০)
* সারদা মঙ্গল (১৮৭৯)
=== সুরেন্দ্রনাথ মজুমদার ===
* মহিলাকাব্য (১৮৮০)
* সবিতা সুদর্শন (১৮৭০)
* বর্ষবর্তন (১৮৭২)
=== দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ===
* স্বপ্নপয়ন (১৮৭৩)
=== স্বর্ণকুমারী ===
* গাথা (১৮৮০)
* কবিতা ও গান (১৮৯৫)
=== অক্ষয়কুমার বড়াল ===
* প্রদীপ (১৮৮৪)
* এষা (১৯১৯)
=== কামিনী রায় ===
* আলো ও ছায়া (১৮৮৯)
* মাল্য ও নিমার্ল্য (১৯১৩)
* অশোক সঙ্গীত(১৯১৪)
* দীপ ও ধুপ (১৯২৯)
=== জাম্মেল হোসেন ===
* কুসুমাঞ্জলী (১৮৮২)
* প্রেমহার (১৮৯৮)
=== দ্বিজেন্দ্রলাল রায় ===
* আর্যগাথা (১৮৮২)
* আষাঢ়ে (১৮৯৯)
* ত্রিবেনী (১৯১২)
=== রজনীকান্ত সেন ===
* বাণী (১৯০২)
* কল্যাণী (১৯০৫)
* অমৃত (১৯১০)
* আনন্দময়ী (১৯১০)
=== সৈয়দ এমদাদ আলী ===
* ডালি (১৯১২)
* হাজেরা (১৯১২)
=== কায়কোবাদ ===
* অশ্রুমালা (১৮৯৫)
=== অন্যান্য/অজানা লেখক/সংগ্রহ ===
* মঙ্গলকাব্য
* আদ্য পরিচয়
* ময়মনসিংহ গীতিকা
* [[ঠাকুরমার ঝুলি]]
== অনুবাদ সাহিত্য ==
=== ফেরদৌসী ===
* শাহনামা
=== জালালউদ্দিন রুমি ===
* মাসনবীর
=== অন্যান্য/অজানা লেখক/সংগ্রহ ===
* আরব্য উপন্যাস
== গুরুত্বপূর্ণ কিন্তু লেখকের রচনা পাবলিক ডোমেইন হয় নি ==
=== জীবনানন্দ দাশ ===
* ঝরা পালক (১৯২৮)
* ধুসর পাণ্ডুলিপি (১৯৩৬)
* বনলতা সেন (১৯৪২)
* মহাপৃথিবী (১৯৪৪)
=== কাজী নজরুল ইসলাম ===
*কবিতা
*গল্প
*প্রবন্ধAll content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikisource.org/w/index.php?oldid=20112.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|