Revision 20329 of "সকলি তোমারি ইচ্ছা" on bnwikisource

'''সকলি তোমারি ইচ্ছা'''[http://www.ramakrishnavivekananda.info/kathamrita/unicodekathamrita/52_zr_kalipujaday_1007_1009.html] (ইংরেজিঃ Sokoli tomari iccha)

<blockquote><p>সকলি তোমারি ইচ্ছা মা ইচ্ছাময়ী তারা তুমি,<br/>
তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে করি আমি।<br/>
পঙ্কে বদ্ধ কর করী পঙ্গুরে লঙ্ঘাও গিরি,<br/>
কারে দাও মা ইন্দ্রত্বপদ কারে কর অধোগামী।<br/>
আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী,<br/>
আমি রথ তুমি রথী যেমন চালাও তেমনি চলি।</P>

<p>তোমারি করুণায় মা সকলি হইতে পারে।<br/>
অলঙ্ঘ্য পর্বত সম বিঘ্ন বাধা যায় দূরে ৷৷<br/>
তুমি মঙ্গল নিধান, করিছ মঙ্গল বিধান।<br/>
তবে কেন বৃথা মরি ফলাফল চিন্তা করে ৷৷</p></blockquote>

[[EN:Sokoli Tomari Iccha]]