Revision 20417 of "শ্রীশ্রীহরি লীলামৃত" on bnwikisource

{{Header
 |title= [[শ্রীশ্রীহরি লীলামৃত]]
 |section = 
 |previous = 
 |next = [[শ্রীশ্রীহরি লীলামৃত/১|পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদের রূপ বর্ণনা]]
  |notes = “উৎসর্গপত্র নামমাত্র শুনিয়াছি । কিন্তু; কাহাকে বলে, তাহা জানিনা, কিরূপে করিতে হয়, তাহা জানিনা, সেকি আন্তরিক না বাহ্যিক তাহাও জানিনা, তবে কি ক’রে উৎসর্গপত্র লিখিব । বিশেষতঃ যাহাকে উদ্দেশ্য করিয়া, বা, এই গ্রন্থ দিব বলিয়া, “উৎসর্গপত্র” লিখিতে হয়, এই ব্রহ্মাণ্ড যে, তাঁরই সৃষ্ট; সুতরাং ক্ষিত্যপ্তেজমরুদ্যোম বা তজ্জাত আব্রহ্ম স্তম্বপর্যন্ত সবই তাঁর । অতএব যাহার জিনিস তাঁহাকে দেওয়া এ আবার কেমন “উৎসর্গপত্র” । প্রকৃতপক্ষে এ পাগলামি বই আর কিছুই নয় । তবে এক কথা, মনিবের কোন দ্রব্য, ভৃত্যের হাতে অর্পিত হইলে, ভৃত্য কর্তৃক তাহা নষ্টিভূত বা রূপান্তরিত হইলে, তাহা ফিরাইয়া দেওয়ার সময়, যেমন মনিবকে জানাইয়া দিতে হয়; তাই, ম্লানমুখে, তোমার উদ্দেশ্যে, তোমার লীলাগীতি “শ্রীশ্রীহরি লীলামৃত” শিরোপরে লইয়া হাজির হইয়াছি । জগৎপিতঃ ? তুমি ইহা গ্রহণ করিবে কি ? ইহাতে আমার কিছুই নাই । তোমার চিরস্নেহের সেই তারকের মানস-উদ্যান-প্রসূত গোলাপপুষ্পরাজী, তোমার সেই মহানন্দের চিরআকাঙ্ক্ষিত, নন্দনকাননজাত-পুষ্পরাজ পারিজাত । আমি আজ্ঞাবহ দাস তব, “শ্রীপাদ পদ্মে” দিব বলিয়া তোমার মুখ চাহিয়া দাঁড়াইয়া রহিলাম ।।” 
অযোগ্য সেবক
শ্রীহরিবর সরকার
— শ্রীশ্রীহরি লীলামৃত গ্রন্থ যিনি উৎসর্গ করেছেন তাঁর লেখা “উৎসর্গপত্র”।

|author =শ্রীমৎ স্বামী তারক চন্দ্র সরকার}}
<div style="padding-left:2em;font-size:1.3em">
<poem>
[[চিত্র:Sri Harichand Thakur.jpeg|thumb|500px|বেলুড় মঠে প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণের শ্বেতপাথরের মূর্তি]]

:;১. পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদের রূপ বর্ণনা: [[শ্রীশ্রীহরি লীলামৃত/১|ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদের রূপ বর্ণনা]]।

:;২. দ