Revision 20933 of "আশ্চর্য" on bnwikisource

{{BnHeader
|title=আশ্চর্য
|section = 
|previous =[[হারিয়ে পাওয়া]]
|next =[[নিরুপায়]]
|notes =
|author =সুকুমার রায়}}
<div style="padding-left:2em;font-size:1.3em">
<poem>
<center>
নিরীহ কলম, নিরীহ কালি,
নিরীহ কাগজে লিখিল গালি--
"বাঁদর বেকুব আজব হাঁদা
বকাট্‌ ফাজিল অকাট্‌ গাধা।"
আবার লিখিল কলম ধরি
বচন মিষ্টি, যতন করি--
"শান্ত মানিক শিষ্ট সাধু
বাছারে, ধনরে লক্ষ্মী যাদু।"
মনের কথাটি ছিলো যে মনে,
রটিয়া উঠিল খাতার কোণে,
আঁচরে আঁকিতে আখর ক'টি
কেহ খুশি, কেহ উঠিল চটি!
রকম রকম কালির টানে
কারো কারো অশ্রু আনে,
মারে না, ধরে না, হাঁকে না বুলি
লোকে হাসে কাঁদে কি দেখি ভুলি?
শাদায় কালোয় কি খেলা জানে?
ভাবিয়া ভাবিয়া না পাই মানে।


</center>
</poem>
</div>

[[বিষয়শ্রেণী:ছড়া]]
[[বিষয়শ্রেণী:খাই খাই]]