Revision 20989 of "সব লোকে কয় লালন কি জাত সংসারে" on bnwikisource

{{BnHeader
|title=গুরু গো সাঁই, হক নাম বল রসনা
|section = 
|previous =
|next =
|notes =‘মহাত্মা লালন ফকির’, হিতকরী, ১৫ই কার্তিক ১২৯৭ (৩১শে অক্টোবর ১৮৯০)।
|author =লালন}}
<div style="padding-left:2em;font-size:1.3em">
<poem>
<center>
সব লোকে কয় লালন কি জাত সংসারে।
লালন বলে জাতের কি রূপ
           দেখলাম না এই নজরে।।
কেউ মালায় কেউ তসবি গলায়,
তাইতে যে জাত ভিন্ন বলায়।
যাওয়া কিম্বা আসার বেলায়,
           জাতের চিহ্ন রয় কার রে।।
যদি ছুন্নত দিলে হয় মুসলমান,
নারীর তবে কি হয় বিধান?
বামন চিনি পৈতা প্রমাণ,
           বামনী চিনি কিসে রে।।
জগত্‌ বেড়ে জেতের কথা,
লোকে গৌরব করে যথা তথা।
লালন সে জেতের ফাতা
            ঘুচিয়াছে সাধ বাজারে।।
</div>
</poem>
</center>

[[বিষয়শ্রেণী:লালন]]
[[বিষয়শ্রেণী:আত্মতত্ত্ব/মনতত্ত্ব]]
[[বিষয়শ্রেণী:কবিতা]]