Revision 20990 of "ভবে মানব-গুরু নিষ্ঠা যার" on bnwikisource

{{BnHeader
|title=ভবে মানব-গুরু নিষ্ঠা যার
|section = 
|previous =
|next =
|notes =বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৬২
কথান্তর:
১একা মোর সাঁই/ ফেরে সর্বদাই/ মানুষ মিশে হয় বেদান্তর।।
২সিরাজ সাঁই ডেকে/ বলে লালনকে/ কুতর্কের দোকান খুলিস নারে আর।।
বাউল কবি লালন শাহ, পৃ. ৩০২

|author =লালন}}
<div style="padding-left:2em;font-size:1.3em">
<poem>
<center>
ভবে মানব-গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার।।
নদী কিংবা বিল বাঁওড় খাল
সর্ব স্তরে একই সে জল
      একা মোর সাঁই 
      আছে সর্ব ঠাঁই
মানুষ মিশে সে হয় রূপান্তর।।১
নিরাকারে জ্যোতির্ময় যে
আকারে সাকার হয় সে।
      যে দিব্যজ্ঞানী হয় 
      সে জন জানতে পায়
কলিযুগে হয় মানব-অবতার।।
বহু তর্কে দিন বয়ে যায়
বিশ্বাসের ধন নিকটে রয়।
      ডেকে সিরাজ সাঁই 
      লালনকে কয়
কুতর্কের দোকান খুলিস নে আর।।২
</div>
</poem>
</center>

[[বিষয়শ্রেণী:লালন]]
[[বিষয়শ্রেণী:গুরু/মুর্শিদতত্ত্ব]]
[[বিষয়শ্রেণী:কবিতা]]