Difference between revisions 10468 and 17634 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''মুন্সীগঞ্জ জেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি জেলা যা [[ঢাকা বিভাগ]] এর অন্তর্গত। মুন্সিগঞ্জ জেলার উত্তরে [[ঢাকা জেলা|ঢাকা]] জেলা, দক্ষিণে [[ফরিদপুর জেলা|ফরিদপুর]] জেলা, পূর্বে মেঘনা নদী ও [[কুমিল্লা জেলা|কুমিল্লা]] জেলা এবং পশ্চিমে পদ্মা নদী ও [[ফরিদপুর জেলা|ফরিদপুর]] জেলা অবস্থিত।
==কিভাবে যাবেন?==
===স্থল পথে===
ঢাকার গুলিস্তান, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে এই রুটে বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস প্রতি ১০/১৫ মিনিট পর পর চলাচল করে। গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের পূর্ব পাশ এবং যাত্রাবাড়ী গোলচত্ত্বরের পূর্ব-দক্ষিণ দিক থেকে ঢাকা-মাওয়া ও ঢাকা-লোহজং, শ্রীনগর, টংগীবাড়ী প্রভৃতি স্থানের বাস ছেড়ে যায়। ঢাকা থেকে সড়কপথে এই জেলার ভাড়া ৬০ টাকা। মিরপুর থেকে মাওয়া বাস ভাড়া ১০০ টাকা।

===আকাশ পথে===
এখানে কোন বিমানবন্দর নেই।
===জল পথে===
নৌ-পথে ঢাকার সদরঘাট থেকে সারাদিনই ছোট ছোট লঞ্চ এই জেলার কাঠপট্টি, ফতুল্লা প্রভৃতি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া চাঁদপুর গামী লঞ্চগুলোও এসব ঘাটে যাত্রী উঠানামা করিয়ে থাকে। লঞ্চে ভাড়া ৪০ টাকা থেকে ৫০ টাকা। 
==দর্শনীয় স্থান==
(contracted; show full)

==রাত্রী যাপন==
ঢাকা থেকে খুব বেশি দূরে না হওয়ায় বেশিরভাগ পর্যটকই দিনে গিয়ে দিনে ফিরে আসে। তবে যারা থাকতে চান তাদের জন্য মুন্সীগঞ্জ জেলা শহরে সাধারণ মানের কিছু হোটেল রয়েছে। তবে সবচাইতে ভালো পুরো মুন্সীগঞ্জ ঘোরা শেষে পদ্মা রিসোর্টে রাত্রিযাপন করলে আপনার ভ্রমণ আরো আনন্দ ও রোমাঞ্চকর হয়ে উঠবে।

{{এর অংশ|ঢাকা বিভাগ}}