Difference between revisions 10633 and 13837 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''হবিগঞ্জ সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি উপজেলা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]]  [[হবিগঞ্জ জেলা|হবিগঞ্জ জেলার]] এর অন্তর্ভূক্ত।
  
== কিভাবে যাবেন? ==
 
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে হবিগঞ্জ সদরের দূরত্ব ১৮০ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে হবিগঞ্জের [[শায়েস্তাগঞ্জ উপজেলা|শায়েস্তাগঞ্জের]] স্টেশনের দূরত্ব ২০০ কিলোমিটার।

(contracted; show full)=== আকাশ পথে ===
এই শহরটিতে সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়ক বা রেলপথে হবিগঞ্জ সদরে আসা যায়।

=== জল পথে ===
অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে সরাসরি কোনো নৌযান চলাচল করে না।

== দর্শনীয় স্থান ও স্থাপনা ==
* 
[[উচাইল জামে মসজিদশংকরপাশা শাহী জামে মসজিদ|উচাইল শাহী মসজিদ]] - শংকরপাশা;
* [[হবিগঞ্জ সার্কিট হাউজ|সার্কিট হাউজ]] - হবিগঞ্জ।

==খাওয়া দাওয়া==
হবিগঞ্জে খাওয়া দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোই সাধারণতঃ ভালো হবে। তবে কিছুটা উন্নতমানের ও  নিরিবিলি পরিবেশ চাইলে যেতে পারেনঃ
* হোটেল জামিল;
* হোটেল আলিফ;
* হোটেল সোনার তরী।

== রাত্রী যাপন ==
# সার্কিট হাউজ, হবিগঞ্জ, ☎ ০৮৩১-৫২২২৪।
# জেলা পরিষদ রেস্টহাউজ, হবিগঞ্জ।
# পানি উন্নয়ন বোর্ড রেস্টহাউজ, হবিগঞ্জ। সিংগেল কক্ষ ভাড়া - ১২০/-; ডাবল কক্ষ ভাড়া - ২০০/-।
# হোটেল সোনার তরী, হবিগঞ্জ। সিংগেল কক্ষ ভাড়া - ৩০০/-; ডাবল কক্ষ ভাড়া - ৩৫০/-; এসি কক্ষ ভাড়া - ৭০০/-।
 
== জরুরী নম্বরসমূহ ==
;পরিবহণ সম্পর্কিত যোগাযোগের জন্য
* অগ্রদূত পরিবহণ, ☎ ০৮৩১-৫২৩৫১; ০১৭১৮৬০০৫৫১; ০১৭১৬০৩৮৬৯১।
* দিগন্ত পরিবহণ, ☎ ০৮৩১-৫২৮৭৩; ০১৭১১৩২৯৯৪৪;  ০১৭১৮০১৬৯৬৩।
* বিছমিল্লাহ পরিবহণ, ☎ ০৮৩১-৫২৩৭১; ০১৭১১৯০৮৬৮৪।

{{এর অংশ|হবিগঞ্জ জেলা}}