Difference between revisions 10647 and 17935 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''সুনামগঞ্জ সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি উপজেলা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]]  [[সুনামগঞ্জ জেলা|সুনামগঞ্জ জেলার]] অন্তর্ভূক্ত। উপজেলাটি রাজধানী [[ঢাকা]] থেকে ২৯৬ কিলোমিটার এবং বিভাগীয় শহর [[সিলেট]] থেকে ৬৪ কিলোমিটার দূরে অবস্থিত।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে সুনামগঞ্জ সদরের দূরত্ব ২৯৬ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার; এখানে রেল যোগাযোগ নেই বিধায়, প্রথমে সিলেট এসে তারপর সুনামগঞ্জ আসতে হয়।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]], [[ফকিরাপুল]] ও [[মহাখালী]] বাস স্টেশন থেকে সুনামগঞ্জে আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৫.৩০ হতে ৮ ঘন্টা। ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে মামুন, শ্যামলী, এনা, নূর, একতা, সাউদিয়া, নিউ লাইন, মিতালী প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতি ঘন্টায়। এছাড়াও বিআরটিসি (কুমিল্লা হতে), নাসিরাবাদ (ময়মনসিংহ হতে) পরিবহণ কোম্পানীর বাসে আসা যায়।

* মামুন পরিবহনঃ ☎ ০৮৭১-৬১১৬৭ (সুনামগঞ্জ), ০১৭১৮-৪৩৮ ৭৩২ (ফকিরাপুল), ০১৭১১-৩৩৭ ৮৫১ (সায়েদাবাদ);
* এনা পরিবহনঃ মোবাইল: ০১৭৭৬-১৯১ ৪১৮;
* শ্যামলী পরিবহনঃ ☎ ০৮৭১-৬১৪৯৮ (সুনামগঞ্জ), ০১৭১৪-৫৩৭ ৯১৬ (গাবতলী)।
* ঢাকা-সুনামগঞ্জ রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ৯০০/- এবং
** নন-এসি বাসে - ৫৫০/-।

==== রেলপথ ====
সুনামগঞ্জ সদর উপজেলায় আসার জন্য সরাসরি রেল যোগাযোগ নেই; রেল  পথে কেবল মাত্র ছাতক আসার জন্য ব্যবস্থা রয়েছে কুলাউড়া (মৌলভীবাজার) জংশন স্টেশন থেকে।

তবে, [[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন বা [[চট্টগ্রাম]] রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি সিলেট এসে সেখান থেকে সড়ক পথে সুনামগঞ্জ সদরে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছাড়ে। ঢাকা – সিলেট এবং চট্টগ্রাম – সিলেট রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ
(contracted; show full);চিকিত্সা সম্পর্কিত যোগাযোগের জন্য
* সিভিল সার্জন, সুনামগঞ্জঃ ০১৭৫৩-৫১৬ ২০৭;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* জেলা প্রশাসকঃ ☎ ০৮৭১-৬২০০০, মোবাইল : ০১৭১৩-৩০১ ১৭৮;
* ওসি সুনামগঞ্জঃ ০১৭১৩-৩৭৪ ৪১৮।

{{এর অংশ|সুনামগঞ্জ জেলা}}