Difference between revisions 10666 and 18956 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''তাজহাট জমিদার বাড়ি''' রংপুর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে মাহিগঞ্জের তাজহাট গ্রামে অবস্থিত। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়িক কারণে মাহিগঞ্জে এসে বসবাস এবং পরবর্তীকালে তাজহাট জমিদারির প্রতিষ্ঠাতা করেন। জমিদার মান্নালাল মারা যাবার পর তাঁর দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন। বিংশ শতাব্দীর শুরুতে প্রায় ২০০০ রাজমিস্ত্রির নিরলস পরিশ্রমে বর্তমান তাজহাট জমিদার বাড়ি পূর্ণতা লাভ করে। ১৯১৭ সালে সম্পূর্ণ হওয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করতে তৎকালীন সময়ে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়।
==সংগ্রহ ==
(contracted; show full)
==রাত্রিযাপন ==
রংপুর শহরে থাকার জন্য বিভিন্ন মানের বেশকিছু হোটেল/মোটেল রয়েছে। রংপুরে উল্লেখযোগ্য হোটেলের মধ্যে রয়েছে
* হোটেল নর্থভিউ, ☎ ০৫২১-৫৫৪০৫, ০৫২১-৫৫৪০৬
* পর্যটন মোটেল, ☎ ০৫২১-৬২১১১
* দি পার্ক হোটেল ☎ ০৫২১-৬৫৯২০
* হোটেল গোল্ডেন টাওয়ার, ☎ ০৫২১-৬৫৯২০
* হোটেল তিলোত্তমা, ☎ ০৫২১-৬৩৪৮২, ০১৭১৮৯৩৮৪২৪
* হোটেল কাশপিয়া, ☎ ০৫২১-৬১১১১
  , ০১৯৭৭-২২৭৭৪২

==খাওয়াদাওয়া ==
বিভাগীয় শহর রংপুরে বিভিন্ন মানের হোটেল/রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম খাওয়া যাবে আমের মৌসুমে।

{{এর অংশ|রংপুর জেলা}}