Difference between revisions 10698 and 17751 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''কুষ্টিয়া''' বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি শহর। পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে) অন্তর্ভুক্ত ছিল। ১৮৬৯ সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। হ্যামিলটন'স গেজেট প্রথম কুষ্টিয়া শহরের কথা উল্লেখ করে।
==কিভাবে যাবেন?==
===আকাশপথ===
এখানে কোন বিমানবন্দর না থাকায় সরাসরি আকাশপথে ভ্রমণ সম্ভব নয়। 
===সড়কপথ ===
(contracted; show full)
* হার্ডিঞ্জ ব্রীজ - কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু;
* লালন শাহ সেতু - কুস্টিয়া জেলার পদ্মা নদীর উপর নির্মিত "লালন শাহ" সেতুটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু।

==খাওয়া দাওয়া==
কুষ্টিয়া শহরে বেশ কিছু ভালো মানের রেস্তোরাঁ রয়েছে যেখানে বিভিন্ন ধরণের খাবার পাওয়া যায়। কুষ্টিয়ার তিলের খাঁজার সুখ্যাতি আছে। এন.এস. রোডের মৌবন মাসালা, শিশির বেকারিতে ভাল নাস্তা পাওয়া যায়। চৌড়হাস মোড়ে রান্নাঘর হোটেলও ভাল
  । বাজেট ট্রাভেলারদের জন্য আছে বড় বাজারের গান্ধী হোটেল  ।
কুষ্টিয়ার বিখ্যাত খাবারের মধ্যে আছে তিলের খাজা  , কুঠি বাড়ির সামনে কুলফি  , জগদীশ মিষ্টান্ন ভান্ডার - বড় বাজার (চমচম)  , অশোক মিষ্টান্ন ভান্ডার ইত্যাদি।

==রাত্রী যাপন==
কুষ্টিয়া শহরে রাত্রিযাপনের জন্য শহরে বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল আছে। রাত্রিযাপনের জন্য কিছু স্থান হচ্ছে এলজিইডি রেষ্ট হাউস,কুষ্টিয়া, পল্লীবিদ্যুৎ সমিতি রেষ্ট হাউস,কুষ্টিয়া, বিসিক রেষ্ট হাউস,কুষ্টিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রেষ্ট হাউস,কুষ্টিয়া ইত্যাদি।

==জরুরী নম্বর সমূহ==

{{এর অংশ|কুষ্টিয়া জেলা}}