Difference between revisions 10727 and 17781 on bnwikivoyage{{পাতার ব্যানার}} '''শায়েস্তাগঞ্জ উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি উপজেলা যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] [[হবিগঞ্জ জেলা|হবিগঞ্জ জেলার]] এর অন্তর্ভূক্ত। == কিভাবে যাবেন? == === স্থল পথে === সড়ক পথে ঢাকা হতে শায়েস্তাগঞ্জের দূরত্ব ১৬৫ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে শায়েস্তাগঞ্জ স্টেশনের দূরত্ব ২০০ কিলোমিটার। ==== সড়কপথ ==== [[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]] বাস স্টেশন থেকে [[হবিগঞ্জ|হবিগঞ্জের]] উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাস রয়েছে একাধিক পরিবহণন কোম্পানীর; এগুলোতে করে সরাসরি শায়েস্তাগঞ্জ আসা যায়। ঢাকা-হবিগঞ্জ রুটে চলাচলকারী পরিবহণনে আসার ক্ষেত্রে ভাড়া হলো - * এসি বাসে - ২৫০ টাকা এবং * নন-এসি বাসে - ২০০ টাকা। এছাড়াও [[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]] বাস স্টেশন থেকে [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে শায়েস্তাগঞ্জ আসা যায়; কারণ শায়েস্তাগঞ্জ হচ্ছে সড়কপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা পরিবহণনে শায়েস্তাগঞ্জ আসার ক্ষেত্রে ভাড়া হলো - * এসি বাসে - ১২০০ টাকা এবং * নন-এসি বাসে - ৩৭০ টাকা। ==== রেলপথ ==== [[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন থেকে [[সিলেট|সিলেটের]] উদ্দেশ্যে ছেড়ে আসা যেকোন ট্রেনে শায়েস্তাগঞ্জ আসা যায়; কারণ শায়েস্তাগঞ্জ হচ্ছে রেলপথে সিলেট বিভাগে প্রবেশের অন্যতম প্রধান স্টেশন এবং এই শহরটির উপর দিয়েই মূল ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথটি বিস্তৃত। ঢাকা-সিলেট রুটে চলাচলকারী রেলে ঢাকা হতে শায়েস্তাগঞ্জ আসার ক্ষেত্রে ভাড়া হলো - * ২য় শ্রেণির সাধারণ - ৫৫ টাকা; * ২য় শ্রেণির মেইল - ৭৫ টাকা; * কমিউটার - ৯০ টাকা; * সুলভ - ১১০ টাকা; * শোভন - ১৮০ টাকা; * শোভন চেয়ার - ২১৫ টাকা; * ১ম শ্রেণির চেয়ার - ২৮৫ টাকা; * ১ম শ্রেণির বাথ - ৪২৫ টাকা; * এসি সীট - ৪৮৯ টাকা এবং * এসি বাথ - ৭৩১ টাকা। === আকাশ পথে === এই শহরটিতে সরাসরি বিমানে চলাচলের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয় নি; তবে ঢাকা হতে সিলেটে আকাশ পথে বিমানে এসে সেখান থেকে সড়ক বা রেলপথে শায়েস্তাগঞ্জ আসা যায়। === জল পথে === অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে সরাসরি কোনো নৌযান চলাচল করে না। == দর্শনীয় স্থান ও স্থাপনা == * চা বাগান। == খাওয়া দাওয়া == শায়েস্তাগঞ্জে খাওয়া দাওয়ার জন্য স্থানীয় হোটেল ও রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু ও মানসম্মত খাবার পাওয়া যায়। ==রাত্রী যাপন== শায়েস্তাগঞ্জে থাকার জন্য স্থানীয় পর্যায়ের কিছু সাধারণ মানের হোটেল রয়েছে। এছাড়াও আবাসনের জন্য রয়েছে উন্নতমানের - * শায়েস্তাগঞ্জ রেলওয়ে রেস্টহাউজ - বাংলাদেশ রেলওয়ে'এর ব্যবস্থাধীন (সরকারী)। মোবাইল: ০১৯২০-৪১৬৬২৩। * ডাকবাংলো,শায়েস্তাগঞ্জ - (সরকারী)। মোবাইল: ০১৭১২-৯০২২৫৩(এসও)। * সড়ক ও জনপথ বিভাগ রেস্টহাউজ - (সরকারী)। * পল্লী বিদ্যুৎ রেস্টহাউজ, শায়েস্তাগঞ্জ - পল্লী বিদ্যুৎ'এর ব্যবস্থাধীন (সরকারী)। == জরুরী নম্বরসমূহ == ;পরিবহণন সম্পর্কিত যোগাযোগের জন্য * অগ্রদূত পরিবহণন, ☎ ০৮৩১-৫২৩৫১; ০১৭১৮৬০০৫৫১; ০১৭১৬০৩৮৬৯১। * দিগন্ত পরিবহণন, ☎ ০৮৩১-৫২৮৭৩; ০১৭১১৩২৯৯৪৪; ০১৭১৮০১৬৯৬৩। * বিছমিল্লাহ পরিবহণন, ☎ ০৮৩১-৫২৩৭১; ০১৭১১৯০৮৬৮৪। {{এর অংশ|হবিগঞ্জ জেলা}} All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=17781.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|