Difference between revisions 10758 and 18000 on bnwikivoyage{{পাতার ব্যানার}} '''লালমনিরহাট সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]] [[লালমনিরহাট জেলা|লালমনিরহাট জেলার]] অন্তর্ভূক্ত। লালমনিরহাট সদর উপজেলা ২৫°৪৬´ উত্তর অক্ষাংশ হতে ২৬°০০´ উত্তর অক্ষাংশের এবং ৮৯°২০´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৯°৩৬´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[ভারত|ভারতের]] [[পশ্চিমবঙ্গ]] রাজ্য ও [[আদিতমারী উপজেলা]]; দক্ষিণে [[কাউনিয়া উপজেলা|কাউনিয়া]] ও [[রাজারহাট উপজেলা]]; পূর্বে [[ফুলবাড়ী উপজেলা ((contracted; show full)* ১ম শ্রেণির চেয়ার - ৬২০ টাকা; * ১ম শ্রেণির বাথ - ৯৩০ টাকা; * স্নিগ্ধা - ৭৭৫ টাকা; * এসি সীট - ৯৩০ টাকা এবং * এসি বাথ - ১,৩৯৫ টাকা। ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ * কমলাপুর রেলওয়ে ষস্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল নম্বর: ০১৭১১৬৯১৬১২; * বিমানবন্দর রেলওয়ে ষস্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯; * ওয়েবসাইট: www.railway.gov.bd। === আকাশ পথে === লালমনিরহাটে সরাসরি আকাশ পথে আসা যায় না; যদিও এখানে একটি পরিত্যক্ত বিমান বন্দর রয়েছে। ঢাকা থেকে লালমনিরহাটের সাথে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে সৈয়দপুর বিমানবন্দর হয়ে - বিমানে সৈয়দপুর এসে তারপর সড়ক পথে লালমনিরহাট আসতে হয়। বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার - প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে ঢাকা থেকে রংপুর আসার জন্য। (contracted; show full)== জরুরী নম্বরসমূহ == ;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য * সদর হাসপাতাল, লালমনিরহাটঃ ☎ ০৫৯১-৬১৪২৯, মোবাইল - ০১৭১২-৫৩৫ ৮৮১; ;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য * ওসি লালমনিরহাটঃ ০১৭১৩-৩৭৩ ৯৪৬। {{এর অংশ|লালমনিরহাট জেলা}} All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=18000.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|