Difference between revisions 10934 and 10937 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''বান্দরবান সদর''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[বান্দরবান জেলা|বান্দরবান জেলার]] অন্তর্গত একটি উপজেলা।

== জানুন ==
চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ২১°৫৫´ থেকে ২২°২২´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৮´ থেকে ৯২°২০´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে অবস্থিত বান্দরবান সদর উপজেলার আয়তন ৪৯৫.৩৫ বর্গ কিলোমিটার। ১৯২৩ সালে বান্দরবান সদর থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। এ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন রয়েছে।

(contracted; show full)
* '''[[ন্যাচারাল পার্ক]]''' বান্দরবান শহর থেকে প্রায় ছয় কিলোমিটার আগে এ পার্কের অবস্থান। প্রায় ১০০ একর পাহাড়ি টিলায় এই সুন্দর স্পটটি ওসমান গণি নামীয় একজন প্রকৃতিপ্রেমী নিজ উদ্যোগে তৈরি করেছেন। ফলের বাগান, ফুলের বাগান, চা বাগান, কফি বাগান, আম বাগান ছাড়াও পেঁপে, পেয়ারা, কলা, আমলকী, হরিতকি, বহেরা, পাইন্যাগুলা ছাড়াও অনেক ধরনের বাগান রয়েছে।
* '''[[সাইরু হিল রিসোর্ট]]
''' বান্দরবান শহর থেকে ১৮ কিলোমিটার দূরে বান্দরবান-থানচি সড়কের চিম্বুক পাহাড়ের আগে এর অবস্থান।

== থাকার ব্যবস্থা ==
বান্দরবান শহরে রাত্রিযাপনের জন্য সরকারি পরিচালনাধীন সার্কিট হাউজ, হিলটপ রেস্ট হাউজ, জেলা পরিষদ রেস্ট হাউজ, নীলাচল রেস্ট হাউজ, মেঘলা রেস্ট হাউজ রয়েছে। এছাড়াও অন্যান্য আবাসিক হোটেলগুলোে মধ্যে পর্যটন মোটেল, হোটেল হিল ভিউ, হোটেল হলিডে ইন রিসোর্ট, হোটেল প্লাজা, ভেনাস রিসোর্ট, সাকুরা হিল রিসোর্ট, হোটেল গ্রীনল্যান্ড, হোটেল থ্রিস্টার, জোভি গেস্ট হাউজ, হোটেল রিভারভিউ, হোটেল সাঙ্গু, হিল সাইট রিসোর্ট উল্লেখযোগ্য।

== খাওয়া দাওয়া ==
বান্দরবান শহরের যে কোন জায়গায় যে কোন মানের খাবার খেতে পারেন।

{{এর অংশ|বান্দরবান জেলা}}