Difference between revisions 11074 and 22070 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''বান্দরবান সদর''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[বান্দরবান জেলা|বান্দরবান জেলার]] অন্তর্গত একটি উপজেলা।

== জানুন ==
চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ২১°৫৫´ থেকে ২২°২২´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৮´ থেকে ৯২°২০´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে অবস্থিত বান্দরবান সদর উপজেলার আয়তন ৪৯৫.৩৫ বর্গ কিলোমিটার। ১৯২৩ সালে বান্দরবান সদর থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। এ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন রয়েছে।

(contracted; show full)

=== জনসংখ্যা ===
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী বান্দরবান সদর উপজেলার জনসংখ্যা ৬৮,৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ৩৯,০২৬ জন এবং মহিলা ২৯,৬৬৭ জন। মোট জনসংখ্যার ৪২.৪৯% মুসলিম, ৭.৭৬% হিন্দু, ৪২.৭৫% বৌদ্ধ, ৪.৪৭% খ্রিস্টান এবং ২.৫৩% অন্যান্য ধর্মাবলম্বী। এ উপজেলায় মার্মা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা প্রভৃতি উপজাতি নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে।

== ক
িভাবে যাবেন ==
ঢাকা বা চট্টগ্রাম থেকে সড়কপথে চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক হয়ে যে কোন যানবাহনে বান্দরবান যাওয়া যায়। এছাড়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান থেকেও যে কোন যানবাহনে সরাসরি বান্দরবান যাওয়া যায়।

== দর্শনীয় স্থান ==
{{মানচিত্রের কাঠামো|22.19630|92.21989|জুম=13}}
* '''[[নীলাচল]]''' বান্দরবান শহর থেকে চাঁদের গাড়ি, বেবি টেক্সি, জীপ, কার ইত্যাদি যোগে যাওয়া যায়।
(contracted; show full)ান শহরে রাত্রিযাপনের জন্য সরকারি পরিচালনাধীন সার্কিট হাউজ, হিলটপ রেস্ট হাউজ, জেলা পরিষদ রেস্ট হাউজ, নীলাচল রেস্ট হাউজ, মেঘলা রেস্ট হাউজ রয়েছে। এছাড়াও অন্যান্য আবাসিক হোটেলগুলোে মধ্যে পর্যটন মোটেল, হোটেল হিল ভিউ, হোটেল হলিডে ইন রিসোর্ট, হোটেল প্লাজা, ভেনাস রিসোর্ট, সাকুরা হিল রিসোর্ট, হোটেল গ্রীনল্যান্ড, হোটেল থ্রিস্টার, জোভি গেস্ট হাউজ, হোটেল রিভারভিউ, হোটেল সাঙ্গু, হিল সাইট রিসোর্ট উল্লেখযোগ্য।

== খাওয়া দাওয়া ==
বান্দরবান শহরের যে কোন জায়গায় যে কোন মানের খাবার খেতে পারেন।

{{এর অংশ|বান্দরবান জেলা}}