Difference between revisions 13019 and 13020 on bnwikivoyage

{{পাতার ব্যানার|জামালপুর_জামে_মসজিদ.jpg}}
'''ঠাকুরগাঁও সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]]  [[ঠাকুরগাঁও জেলা|ঠাকুরগাঁও জেলার]] অন্তর্ভূক্ত। ঠাকুরগাঁও সদর উপজেলা ২৫°৪০´ উত্তর অক্ষাংশ হতে ২৫°৫৯´ উত্তর অক্ষাংশের এবং ৮৮°১৫´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৮°২২´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[আটোয়ারী উপজেলা|আটোয়ারী]] ও [[বোদা উপজেলা]]; দক্ষিণে [[পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও|পীরগঞ্জ]] ও [[বীরগঞ্জ উপজেলা]]; পূর্বে [[বোদা উপজেলা|বোদা]], [[দেবীগঞ্জ উপজেলা|দেবীগঞ্জ]] ও [[বীরগঞ্জ উপজেলা]] এবং পশ্চিমে [[বালিয়াডাঙ্গি উপজেলা|বালিয়াডাঙ্গি]] ও [[রানীশংকাইল উপজেলা]]।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে ঠাকুরগাঁওয়ের দূরত্ব ৪৫৯ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে ঠাকুরগাঁও রেল স্টেশনের দূরত্ব ৬৪০ কিলোমিটার। উপজেলা হেডকোয়ার্টারটি [[ঠাকুরগাঁও|ঠাকুরগাঁও শহরের]] '০' পয়েন্ট হতে ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত।।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[গাবতলী]], [[মহাখালী]], [[সায়েদাবাদ]], [[শ্যামলী]], [[কল্যাপুর]], [[কলাবাগান]], [[ফকিরাপুল]], [[আসাদগেট]] - প্রভৃতি বাস স্টেশন থেকে ঠাকুরগাঁও আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৭.৩০ হতে ১০ ঘন্টা। ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে হানিফ, নাবিল, এনা, বাবলু, কেয়া প্রভৃতি পরিবহণ কোম্পানীর বাস আছে প্রতিদিন।

* নাবিল পরিবহনঃ  ☎ ০২-৮১২৭৯৪৯ (আসাদ গেট);
* বাবলু এন্টারপ্রাইজঃ ☎ ০২-৮১২০৬৫৩, মোবাইল ০১৭১৬-৯৩২১২২ (শ্যামলী-রিং রোড);
* হানিফ এন্টারপ্রাইজঃ ☎ ০২-৮১২৪৩৯৯, মোবাইল ০১৬৭৩-৯৫২৩৩৩ (কলেজ গেট), ০১৭১৩-৪০২৬৬১ (কল্যাণপুর), ০১৭১৩-৪০২৬৭১, ০১৭১৩-৪০২৬৩১ (আরামবাগ);
* শ্যামলী পরিবহনঃ ☎ ০২-৯০০৩৩১, ৮০৩৪২৭৫ (কল্যাণপুর);
* কেয়া পরিবহনঃ মোবাইল ০১৭১১-১১৮৪০২ (কল্যাণপুর);
* কর্ণফুলী পরিবহনঃ মোবাইল ০১৬৭৪-৮০৫ ১৬৪ (আবদুল্লাহপুর)।
* ঢাকা-ঠাকুরগাঁও রুটে সরাসরি চলাচলকারী পরিবহণে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ৮০০/- (রেগুলার) ও ১২০০/- (এক্সিকিউটিভস্কেনিয়া) এবং
** নন-এসি বাসে - ৩৫০/- হতে ৬০০/-/ পর্যন্ত।

==== রেলপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন থেকে [[ঠাকুরগাঁও|ঠাকুরগাঁওয়ের]] উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি এখানে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রেন ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা – ঠাকুরগাঁও রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ

* পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪) - কমলাপুর থেকে রাত ১২টা ১০শে ছেড়ে ঠাকুরগাঁও পৌঁছায় সকাল ৯টা ৪০শে।

* একতা এক্সপ্রেস (৭০৬) -  কমলাপুর থেকে সকাল ১০টায় ছেড়ে ঠাকুরগাঁও পৌঁছায় সকাল ৮টায়।
(contracted; show full);চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য
* উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁওঃ ০১৭২৪-৬৮১ ৪৮৯;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ইউ.এন.ও. ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁওঃ ☎ ০৫৬১-৫১৬০০, মোবাইল - ০১৮৫২-২৭৫ ০০১;
* ওসি ঠাকুরগাঁওঃ ০১৭১৩-৩৭৩ ৯৮৫।

{{এর অংশ|ঠাকুরগাঁও জেলা}}