Difference between revisions 13024 and 18135 on bnwikivoyage

{{পাতার ব্যানার|জামালপুর_জামে_মসজিদ.jpg}}
'''ঠাকুরগাঁও সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[রংপুর বিভাগ|রংপুর বিভাগের]]  [[ঠাকুরগাঁও জেলা|ঠাকুরগাঁও জেলার]] অন্তর্ভূক্ত। ঠাকুরগাঁও সদর উপজেলা ২৫°৪০´ উত্তর অক্ষাংশ হতে ২৫°৫৯´ উত্তর অক্ষাংশের এবং ৮৮°১৫´ পূর্ব দ্রাঘিমা হতে ৮৮°২২´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[আটোয়ারী উপজেলা|আটোয়ারী]] ও [[বোদা উপজেলা]]; দক্ষিণে [[পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও|পীরগঞ্জ]] ও [[বীরগঞ্জ উপজেলা]]; পূর্বে [[ব(contracted; show full)
* এসি বাসে - ৮০০/- (রেগুলার) ও ১২০০/- (স্কেনিয়া) এবং
* নন-এসি বাসে - ৩৫০/- হতে ৬০০-/ পর্যন্ত।

==== রেলপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[কমলাপুর]] রেল স্টেশন থেকে [[ঠাকুরগাঁও|ঠাকুরগাঁওয়ের]] উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে সরাসরি এখানে আসা যায়। কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন তিনটি ট্রেন ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকা – ঠাকুরগাঁও রুটে চলাচলকারী ট্রেনগুলো হলোঃ

* পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪) - কমলাপুর থেকে রাত ১২টা ১০শে ছেড়ে ঠাকুরগাঁও পৌঁছায় সকাল ৯টা ৪০শে।



* একতা এক্সপ্রেস (৭০৬) -  কমলাপুর থেকে সকাল ১০টায় ছেড়ে ঠাকুরগাঁও পৌঁছায় সকাল ৮টায়।


* দ্রুতযান এক্সপ্রেস (৭৫৮) - কমলাপুর থেকে রাত ৮টায় ছেড়ে ঠাকুরগাঁও পৌঁছায় ভোর ৬টায়।

ঢাকা-ঠাকুরগাঁও রুটে চলাচলকারী ট্রেনসমূহের বিভিন্ন আসনের নির্ধারিত ভাড়া- 
* শোভন চেয়ার - ৫২০ টাকা
* সিগ্ধা - ৯৮৯ টাকা
* ১ম শ্রেণির বার্থ - ১০৮৫ টাকা
* এসি বার্থ - ১৮৩৩ টাকা

=== আকাশ পথে ===
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর থাকলেও তা চালু না থাকায় এখানে সরাসরি আকাশ পথে আসা যায় না। তবে ঢাকা থেকে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা রয়েছে সৈয়দপুর বিমানবন্দরের সাথে। ঢাকা থেকে সৈয়দপুর এসে সেখান থেকে সড়কপথে ঠাকুরগাঁও আসা যায়। বাংলাদেশ বিমান, জেট এয়ার, নোভো এয়ার, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার প্রভৃতি বিমান সংস্থার বিমান পরিষেবা রয়েছে ঢাকা থেকে সৈয়দপুর আসার জন্য।

বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট সপ্তাহে ৪ দিন ঢাকা-সৈয়দপুর ও সৈয়দপুর-ঢাকা রুটে চলাচল করে। ভাড়া লাগবে একপথে ৩,০০০/- এবং রিটার্ণ টিকিট ৬,০০০/-
সময়সূচী হলোঃ

* ঢাকা হতে সৈয়দপুর - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ০২ টা ২০ মিনিট।


* সৈয়দপুর হতে ঢাকা - শনি, রবি, মঙ্গল, বৃহস্পতি - দুপুর ০৩ টা ৩৫ মিনিট।

=== জল পথে ===
অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে কেবলমাত্র স্থানীয় পর্যায় ছাড়া অন্য কোনো এলাকার সাথে, কিংবা ঢাকা থেকে বা অন্যান্য বড় শহর হতে সরাসরি কোনো নৌযান চলাচল করে না। তবে, চরাঞ্চলে যোগাযোগের একমাত্র বাহন নৌযান।

== দর্শনীয় স্থান ও স্থাপনা ==
* জামালপুর জামে মসজিদ;
* কোরমখান গড়;
(contracted; show full)* হোটেল মানামা, আধুনিক সদর হাসপাতাল এলাকা, ঠাকুরগাঁও;
* হোটেল প্রাইম ইন্টারন্যাশনাল, নর্থ সার্কুলার রোড, ঠাকুরগাঁও, ☎ ০৫৬১-৫৩৫০৫;
* হোটেল ইসলাম প্লাজা;
* হোটেল সাদেক, বাসষ্ট্যান্ড, ঠাকুরগাঁও, ☎ ০৫৬১-৫২১৯৭;
* মকবুল হোটেল, পুরাতন বাসষ্ট্যান্ড, ঠাকুরগাঁও;
* জাহের হোটেল, পুরাতন বাসষ্ট্যান্ড, ঠাকুরগাঁও।

== জরুর
ি নম্বরসমূহ ==
;চিকিৎসা সম্পর্কিত যোগাযোগের জন্য
* উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁওঃ ০১৭২৪-৬৮১ ৪৮৯;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ইউ.এন.ও. ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁওঃ ☎ ০৫৬১-৫১৬০০, মোবাইল - ০১৮৫২-২৭৫ ০০১;
* ওসি ঠাকুরগাঁওঃ ০১৭১৩-৩৭৩ ৯৮৫।

{{এর অংশ|ঠাকুরগাঁও জেলা}}