Difference between revisions 13072 and 13073 on bnwikivoyage

{{পাতার ব্যানার|Sairu Hill Resort, Bandarban (04).jpg}}
[[চিত্র:Sairu Hill Resort, Bandarban (05).jpg|thumb|রাতে সাইরু হিল রিসোর্টের দৃশ্য]]

'''সাইরু হিল রিসোর্ট''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[চট্টগ্রাম]] বিভাগের [[বান্দরবান|বান্দরবন]] শহর থেকে ১৮ কিলোমিটার দূরে বান্দরবান-থানচি সড়কের চিম্বুক পাহাড়ের আগে এর অবস্থান।

==অনুধাবন==
[[File:Sairu Hill Resort, Bandarban (02).jpg|thumb|সাইরু হিল রিসোর্টের বারান্দা]]

(contracted; show full)* সর্বোচ্চ ২ জন থাকা যাবে, সাথে ৮ বছরের ছোট ২ জন শিশু থাকতে পারবে।
* কিং সাইজ বিছানা সহ ৫৭০ স্কয়ার ফিটের কক্ষ।
* বাড়তি বিছানা নেওয়ার ব্যবস্থা রয়েছে, এই বাড়তি মূল্য ১৫০০ টাকা।
* দম্পতি কিংবা পারিবার থাকার সুযোগ।
* শীতাতাপ নিয়ন্ত্রিত এইসব কক্ষে রয়েছে সংযুক্ত স্নানকক্ষ, ব্যাক্তিগত বারান্দা এবং নিরাপত্তার নিশ্চয়তা।
* সাঙ্গু নদীর দৃশ্য দেখার ব্যবস্থা সম্পন্ন ছাদ

;সাঙ্গু ভিউ, বারান্দা সহ (১
,০০০ টাকা/প্রতিরাত)
* সর্বোচ্চ ৩ জন থাকা যাবে, বাড়তি বিছানা নেওয়ার ব্যবস্থা নেই।
* ১টি সিঙ্গেল বিছানা, ১টি বাঙ্ক বিছানা সহ ৩৪০ স্কয়ার ফিটের কক্ষ।
* শীতাতাপ নিয়ন্ত্রিত এইসব কক্ষে রয়েছে সংযুক্ত স্নানকক্ষ, ব্যাক্তিগত বারান্দা এবং নিরাপত্তার নিশ্চয়তা।

; সাঙ্গু ভিউ (১,০০০ টাকা/প্রতিরাত)
* সর্বোচ্চ ৩ জন থাকা যাবে, বাড়তি বিছানা নেওয়ার ব্যবস্থা নেই।
* ১টি সিঙ্গেল বিছানা, ১টি বাঙ্ক বিছানা সহ ৩৪০ স্কয়ার ফিটের কক্ষ।
* শীতাতাপ নিয়ন্ত্রিত এইসব কক্ষে রয়েছে সংযুক্ত স্নানকক্ষ, ব্যাক্তিগত বারান্দা এবং নিরাপত্তার নিশ্চয়তা।

;পারিবাারিক কটেজ (২১,০০০/প্রতিরাত)

{{geo|22.0951736|92.2475838}}
{{এর অংশ|বান্দরবান সদর উপজেলা}}