Difference between revisions 16020 and 18009 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''ময়মনসিংহ সদর উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি প্রশাসনিক এলাকা যা [[ময়মনসিংহ বিভাগ|ময়মনসিংহ বিভাগের]]  [[ময়মনসিংহ জেলা|ময়মনসিংহ জেলার]] অন্তর্ভূক্ত। ময়মনসিংহ সদর উপজেলা ২৪°৩৮´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৫৪´ উত্তর অক্ষাংশের এবং ৯০°১১´ পূর্ব দ্রাঘিমা হতে ৯০°৩০´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে [[নকলা উপজেলা|নকলা]] ও [[ফুলপুর উপজেলা]]; দক্ষিণে [[ত্রিশাল উপজেলা|ত্রিশাল]] ও [[ফুলবাড়ীয়া উপজেলা]]; পূর্বে [[ঈশ্বরগঞ্জ উপজেলা|ঈশ্বরগঞ্জ]] ও(contracted; show full)* ১ম শ্রেণির চেয়ার - ১৮৫ টাকা;
* ১ম শ্রেণির বার্থ - ২৮০ টাকা;
* স্নিগ্ধা - ২৭১ টাকা;
* এসি সীট - ৩২২ টাকা এবং
* এসি বার্থ - ৪৮২ টাকা।

ট্রেন সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ 
* কমলাপুর রেলওয়ে 
্টেশন, ☎ ০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২, মোবাইল নম্বর: ০১৭১১৬৯১৬১২;
* বিমানবন্দর রেলওয়ে ্টেশন, ☎ ০২-৮৯২৪২৩৯;
* ওয়েবসাইট: www.railway.gov.bd।

=== আকাশ পথে ===
ময়মনসিংহে কোনো বিমানবন্দর না-থাকায় এখানে সরাসরি আকাশ পথে আসা যায় না।

=== জল পথে ===
অপ্রচলিত মাধ্যম হিসাবে নৌপথ ব্যবহৃত হয়ে থাকে; তবে সরাসরি কোনো নৌযান চলাচল করে না।
(contracted; show full)* মেনসা রেস্তোরাঁ - সি.কে. ঘোষ রোড, ময়মনসিংহ।

== থাকা ==
ময়মনসিংহে থাকার জন্য স্থানীয় পর্যায়ের কিছু সাধারণ মানের হোটেল রয়েছে। এছাড়াও থাকার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কিছু উন্নতমানের কিছু রেস্ট হাইজ ও হোটেলও রয়েছে -
* সার্কিট হাউস, ময়মনসিংহ;
* নজরুল ভিআইপি ডাকবাংলো : ত্রিশাল, ময়মনসিংহ;
* জিটিআই ডরমিটরী : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ০১৭১৫-৬২৬ ৮৭২;
* হোটেল আমির ইন্টারন্যাশনাল : 
্টেশন রোড, ময়মনসিংহ, ☎ ০৯১-৫১৫০০, ৬৩৩৭৬, মোবাইল: ০১৭১১-১৬৭ ৯৪৮, ইমেইল- [email protected], ওয়েব: www.hotelamirbd.com;
* হোটেল মোস্তাফিজ ইন্টারন্যাশনাল : গঙ্গাদাস গুহরোড, ময়মনসিংহ, ☎ ০৯১-৬৩৮৭০, ৬৩৮৭১;
* হোটেল খাঁন ইন্টারন্যাশনাল : মহারাজা রোড, ময়মনসিংহ, ☎ ০৯১-৬৫৯৯৫, মোবাইল: ০১৭১৫-২৮১ ৬৭৮;
* রিভার প্যালেস : তালতলা ঢোলাদিয়া, খাগডহর, ময়মনসিংহ, ☎ ০৯১-৬৬১৫০-১, মোবাইল: ০১৭১০-৮৫৭ ০৫৪;
* সিলভার ক্যাসল : তালতলা ঢোলাদিয়া, খাগডহর, ময়মনসিংহ, মোবাইল: ০১৭৪১-১৮৮ ০০৭।

== জরুরী নম্বরসমূহ ==
;চিকিত্সা সম্পর্কিত যোগাযোগের জন্য
* উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, ময়মনসিংহ সদরঃ ☎ ০৯১-৬৭৮৫০, মোবাইলঃ ০১৭১১-১১৬ ৮২৯;
* ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালঃ ☎ ০৯১-৬৬০৬৩, মোবাইলঃ ০১৭৬৮-০২৭ ১১৫;
* কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহঃ মোবাইলঃ ০১৭৮৮-৬৩৬ ২৯৫
* ডাঃ কে. জামান চক্ষু হাসপাতাল, ময়মনসিংহঃ ☎ ০৯১-৬৬৯৮২, ৬৭১৮০;

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ইউ.এন.ও. ময়মনসিংহ সদরঃ ☎ ০৯১-৬৫৮৭২, মোবাইলঃ ০১৭১৬-০৬৩ ২০৩; 
* ওসি কোতয়ালী ময়মনসিংহঃ ০১৭১৩-৩৭৩ ৪৩০; ০১৭১৬-০৯৮ ৮০৩।

{{এর অংশ|ময়মনসিংহ জেলা}}