Difference between revisions 17200 and 17201 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''দামতুয়া ঝর্না''' বা '''ডামতুয়া ঝর্ণা''' বাংলাদেশের বান্দরবান জেলার আলিকদম উপজেলায় অবস্থিত। এই ঝর্ণাটি একাধি নামে পরিচিত। ঝর্ণাটি মুরং এলাকায় অবস্থিত। মুরং ভাষায় ঝর্ণাটি যে ঝিরিতে অবস্থিত তাকে তুক অ বলে। তুক অর্থ ব্যাঙ এবং অ অর্থ ঝিরি। তুক অ অর্থ ব্যাঙ ঝিরি। ডামতুয়া অর্থ খাড়া আকৃতির দেয়াল যা বেয়ে ব্যাঙ বা মাছ উপরেউঠতে পারেনা। ওয়াজ্ঞাপারাগ অর্থ পাহাড় বা উচুঁ স্থান থেকে পানি পড়া। তুক অ ডামতুয়া ওয়াজ্ঞাপারাগ সহ ঝর্ণাটি(contracted; show full)ড সমিতির একটি চালাঘর আছে। সেখান গাইড ফি ১,০০০ টাকা পরিশোধ সাপেক্ষে একজন গাইড পাওয়া যাবে। ট্র্যাকিং শুরু করার পূর্বেই দুপুরে খাওয়ার জন্য সেখান থেকে শুকনো খাবার নিতে পারেন। কারন পথিমধ্যে আদিবাসী গ্রামে পেঁপে, আখ, কলা বা বাতাবী লেবু পাওয়া যেতে পারে। তবে সেটির উপর নির্ভর করা উচিত হবে না। ট্র্যাকিং করে যাওয়া আসা মিলিয়ে ৬ ঘণ্টার মত সময় লাগে। ট্র্যাকিং এর রাস্তা বেশ কিছু জায়গায় খুব ঢালু, তাই বৃষ্টির সময়ে এখানে যাওয়া বিপদজনক হতে পারে। এছাড়া প্রখর রৌদ্রে ট্র্যাকিং পানিশূন্যতাজনিত সমস্যা তৈরি করতে পারে।


দামতুয়া থেকে ফেরার পথে একটি পারা পড়বে যেটির নাম মেম্বার পাড়া। এই পাড়া ফেলে ডান দিকে সরু রাস্তা ধরে নেমে গেলে দেখা মিলবে ওয়াং-পা নামক ঝর্নার।        

{{এর অংশ|আলীকদম উপজেলা}}