Difference between revisions 17704 and 17787 on bnwikivoyage

{{পাতার ব্যানার}}
'''হবিগঞ্জ শহর''' হলো [[বাংলাদেশ|বাংলাদেশের]] উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শহর, যা [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] অন্তর্গত [[হবিগঞ্জ জেলা|হবিগঞ্জ জেলায়]] পড়েছে। এটি মূলত হবিগঞ্জ পৌরসভা, যা ৯টি ওয়ার্ডে বিভক্ত এবং থোয়াই নদীর তীর ঘেষে অবস্থিত। এটি রাজধানী [[ঢাকা]] থেকে ১৬৩ কিলোমিটার এবং বিভাগীয় সদর দপ্তর [[সিলেট]] থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

== কিভাবে যাবেন? ==
=== স্থল পথে ===
সড়ক পথে ঢাকা হতে হবিগঞ্জের দূরত্ব ১৬৩ কিলোমিটার এবং বিভাগীয় শহর সিলেট হতে হবিগঞ্জের দূরত্ব ১০০ কিলোমিটার। রেলপথে ঢাকা হতে শায়েস্তাগঞ্জ স্টেশনের দূরত্ব ২০০ কিলোমিটার।

==== সড়কপথ ====
[[ঢাকা|ঢাকার]] [[সায়েদাবাদ]] বাস স্টেশন থেকে [[হবিগঞ্জ জেলা|হবিগঞ্জে]] আসার সরাসরি দুরপাল্লার বাস সার্ভিস আছে; এগুলোতে সময় লাগে ৪ হতে ৫ ঘন্টা। ঢাকা থেকে সরাসরি হবিগঞ্জ আসার জন্য পরিবহন কোম্পানিগুলো হচ্ছে - অগ্রদুত পরিবহ (এসি ও নন-এসি), দিগন্ত পরিবহ (এসি ও নন-এসি) এবং বিছমিল্লাহ পরিবহন (নন-এসি)।

* ঢাকা-হবিগঞ্জ রুটে সরাসরি চলাচলকারী পরিবহে আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ 
** এসি বাসে - ২৫০ টাকা এবং
** নন-এসি বাসে - ২০০ টাকা।
* সরাসরি চলাচলকারী পরিবহ হবিগঞ্জ হতে ছাড়ার সময় হলোঃ
** অগ্রদুত পরিবহ -  ভোর ০৪টা ৪৫ মিনিট, ভোর ০৫টা ১৫ মিনিট, সকাল ০৬টা, সকাল ০৭টা (এসি), সকাল ০৮টা, সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট, দুপুর ২টা এবং বিকাল ০৪টা (এসি)। 
** দিগন্ত পরিবহ -  ভোর ০৫টা ৩০ মিনিট, সকাল ০৬টা ৩০ মিনিট, সকাল ০৮টা ১৫ মিনিট, সকাল ০৮টা (এসি), সকাল ১১টা ৩০ মিনিট (এসি) এবং বিকাল ০৩টা। 
** বিছমিল্লাহ পরিবহ -  ভোর ০৫টা ৪৫ মিনিট, সকাল ০৬টা ১৫ মিনিট, সকাল ৭টা ৩০ মিনিট, সকাল ০৮টা ৩০ মিনিট, দুপুর ১২টা, দুপুর ০২টা ৩০ মিনিট এবং বিকাল ০৪টা ৩০ মিনিট।
* সরাসরি চলাচলকারী পরিবহ ঢাকা হতে ছাড়ার সময় হলোঃ
** অগ্রদুত পরিবহ -  সকাল ০৭টা ১০ মিনিট, সকাল ০৮টা ৩০ মিনিট (এসি), সকাল ০৯টা ৫০ মিনিট, সকাল ১১টা ১০ মিনিট, দুপুর ০১টা ১০ মিনিট, বিকাল ০৪টা ৩০ মিনিট (এসি) এবং সন্ধ্যা ০৬টা ৩০ মিনিট। 
** দিগন্ত পরিবহ -  সকাল ০৯টা ১০ মিনিট, সকাল ১১টা ৫০ মিনিট, দুপুর ০১টা ৫০ মিনিট, বিকাল ০৩টা ১০ মিনিট (এসি), বিকাল ০৫টা ৫০ মিনিট (এসি) এবং সন্ধ্যা ০৭টা ৪৫ মিনিট। 
** বিছমিল্লাহ পরিবহ -  সকাল ০৬টা ৩০ মিনিট, সকাল ৭টা ৫০ মিনিট, সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট, দুপুর ০২টা ৩০ মিনিট, বিকাল ০৫টা ১০ মিনিট এবং সন্ধ্যা ০৭টা ১০ মিনিট।

এছাড়াও [[সিলেট বিভাগ|সিলেট বিভাগের]] যেকোন স্থানের উদ্দেশ্যে ছেড়ে আসা দুরপাল্লার বাসে [[শায়েস্তাগঞ্জ উপজেলা|শায়েস্তাগঞ্জ]] এসে সেখান থেকে বাস, ম্যাক্সি, লেগুনা, সিএসজি অটোরিক্সা, জীপ প্রভৃতিতে করে হবিগঞ্জ জেলা সদরে আসা যায়। শায়েস্তাগঞ্জ হচ্ছে সড়কপথে সিলেট বিভাগের প্রবেশদ্বার ও অন্যতম প্রধান বাস স্টেশন এবং এখান দিয়েই মূল ঢাকা-সিলেট মহাসড়ক বিস্তৃত বলে যেকোন বাসে করে এখানে এসে তারপর হবিগঞ্জ আসা সম্ভব। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে হানিফ, শ্যামলী, এনা, ইউনিক, মামুন, সাউদিয়া, গ্রীনলাইন, মিতালী প্রভৃতি পরিবহ কোম্পানীর বাস আছে প্রতি ১০ মিনিট পর পর।
* ঢাকা-সিলেট রুটে সরাসরি চলাচলকারী পরিবহে শায়েস্তাগঞ্জ আসার ক্ষেত্রে ভাড়া হলোঃ
** এসি বাসে - ১২০০ টাকা এবং
** নন-এসি বাসে - ৩৭০ টাকা।

১০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিভাগীয় শহর সিলেট হতে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাসে ২ থেকে ২:৩০ ঘন্টায় হবিগঞ্জ আসা যায়। এপথে ভাড়া নেয়া হয় ১৫০ টাকা।

==== রেলপথ ====
(contracted; show full)# পানি উন্নয়ন বোর্ড রেস্টহাউজ, হবিগঞ্জ। সিংগেল কক্ষ ভাড়াঃ ১২০/- ও ডাবল কক্ষ ভাড়াঃ ২০০/-।
# শায়েস্তাগঞ্জ রেলওয়ে রেস্টহাউজ - বাংলাদেশ রেলওয়ে'এর ব্যবস্থাধীন (সরকারী)।  মোবাইল: ০১৯২০-৪১৬৬২৩।
# সড়ক ও জনপথ বিভাগ রেস্টহাউজ - (সরকারী)।
# পল্লী বিদ্যুৎ রেস্টহাউজ, শায়েস্তাগঞ্জ - পল্লী বিদ্যুৎ'এর ব্যবস্থাধীন (সরকারী)।
# হোটেল সোনার তরী, হবিগঞ্জ। সিংগেল কক্ষ ভাড়াঃ ৩০০/- ও ডাবল কক্ষ ভাড়াঃ ৩৫০/- এবং এসি কক্ষ ভাড়াঃ ৭০০/-।

== জরুরী নম্বরসমূহ ==
;পরিবহ
 সম্পর্কিত যোগাযোগের জন্য
* অগ্রদূত পরিবহ, ☎ ০৮৩১-৫২৩৫১; ০১৭১৮৬০০৫৫১; ০১৭১৬০৩৮৬৯১;
* দিগন্ত পরিবহ, ☎ ০৮৩১-৫২৮৭৩; ০১৭১১৩২৯৯৪৪;  ০১৭১৮০১৬৯৬৩;
* বিছমিল্লাহ পরিবহ, ☎ ০৮৩১-৫২৩৭১; ০১৭১১৯০৮৬৮৪।

;জননিরাপত্তা সম্পর্কিত যোগাযোগের জন্য
* ওসি হবিগঞ্জঃ ০১৭১৩৩৭৪৩৯৮;
* ওসি মাধবপুরঃ ০১৭১৩৩৭৪৩৯৯;
* ওসি শায়েস্তাগঞ্জঃ ০১৭১৩৩৭৪৪০৬।

{{এর অংশ|হবিগঞ্জ জেলা}}