Difference between revisions 17885 and 18908 on bnwikivoyage{{পাতার ব্যানার|Monument and shahid minar, koyra.jpg}} '''কয়রা উপজেলা''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[খুলনা জেলা|খুলনা জেলার]]র একটি প্রশাসনিক অঞ্চল। == একনজরে == কয়রা উপজেলা খুলনার সবচেয়ে দক্ষিণের একমাত্র উপজেলা। কয়রা থানা গঠিত হয় ১৯৮০ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। এর উত্তরে [[পাইকগাছা উপজেলা]], দক্ষিণ ও পূর্বে [[সুন্দরবন]] ও [[দাকোপ উপজেলা]], পশ্চিমে [[সাতক্ষীরা জেলা|সাতক্ষীরার]] [[শ্যামনগর উপজেলা|শ্যামনগর]] ও [[আশাশুনি উপজেলা]]। == যাতায়াত == জেলা শহর [[খুলনা]]র সঙ্গে সড়কপথে যোগাযোগের ব্যবস্থা আছে। এছাড়া খুলনা সদর থেকে নদী পথে লঞ্চযোগে যাতায়াতেরও ব্যবস্থা রয়েছে। == দর্শনীয় স্থান == * [[সুন্দরবন]] * বেদকাশী রাজবাড়ি * [[মসজিদকুড় মসজিদ]] * [[স্যার পিসি রায়ের বাড়ি]] * কাছারী বাড়ি বটবৃক্ষ == রাত্রীযাপন == উপজেলা সদরে থাকার জন্যে কিছু মাঝারি মানের হোটেল আছে।।আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সরকারি ডাকবাংলো রয়েছে এখানে। {{এর অংশ|খুলনা জেলা}} All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://bn.wikivoyage.org/w/index.php?diff=prev&oldid=18908.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|